অনলাইন ডেস্ক
একটি সমুদ্রসৈকতের রং কেমন হতে পারে? যদি বলি সবুজ, তাহলে নিশ্চয় চমকে উঠবেন। সত্যি এমন সবুজ বালুর সৈকতের দেখা পাবেন মার্কিন মুলুকের হাওয়াই অঙ্গরাজ্যে।
হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের দক্ষিণ প্রান্তে আশ্চর্য সুন্দর এই সবুজ বালুর সৈকত বা গ্রিন স্যান্ড বিচের অবস্থান। সবুজ বালুর সৈকত পরিচিত নানা নামে। এর একটি পাপাকলেয়া সৈকত, অপরটি মাহানা বিচ। কলেয়া নামের একধরনের পাখিকে সৈকতের আশপাশে দেখা যাওয়ায় পাপাকলেয়া নাম পেয়েছে সৈকতটি, আর দ্বীপের সবুজ রঙের পেছনে যার মূল ভূমিকা, সেই মোচাকৃতি চূড়াটি থেকে এসেছে মাহানা বিচ নামটি।
বলা হয় পৃথিবীর চারটি সবুজ বালুর সৈকতের এটি একটি।
সৈকতের জলপাই সবুজ রঙের পেছনে আছে অলিভিন নামে আধা মূল্যবান একধরনের সবজে পাথর বা স্ফটিক। মাওনা লোয়া পর্বতের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত ৪৯ হাজার বছরের পুরোনো এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্টি হওয়া মোচাকৃতি চূড়া পুউ মাহানার ক্ষয়ের কারণে সৈকতের বালুতে অলিভিনের এই আধিক্য।
অলিভিন কিন্তু সাধারণ বালুর স্ফটিকগুলোর তুলনায় ঘন ও শক্ত। তাই সৈকতে জমে থাকে এরা। যেখানে স্বাভাবিক আগ্নেয়গিরি সাধারণ বালু সমুদ্রে ভেসে যায়। যদিও এই অলিভিন স্ফটিকগুলোও শেষ পর্যন্ত ধুয়ে যায়। তবে আগ্নেয় পর্বতের ক্রমাগত ক্ষয় এখানে প্রতিনিয়ত আরও অলিভিনের সরবরাহ নিশ্চিত করে। অবশ্য একসময় এই সরবরাহ ফুরিয়ে যেতে পারে এবং তখন সৈকতটিকে আর দশটি সাধারণ সৈকতের মতোই দেখাবে।
আগেই বলেছি, পাপাকলেয়া সৈকত বা গ্রিন স্যান্ড বিচ বিগ আইল্যান্ডের দক্ষিণ অংশে অবস্থিত। কোনা নামের একটি জায়গা থেকে হাইওয়ে ১১ ধরে রওনা দিয়ে একপর্যায়ে সাউথ পয়েন্টের দিকে মোড় ঘুরবেন। রাস্তা বিভক্ত না হওয়া পর্যন্ত সাউথ পয়েন্ট রোড ধরে গাড়ি চালাবেন। যখন পথটি দুটি শাখায় ভাগ হয়ে যায়, তখন ডান দিকেরটা সাউথ পয়েন্ট ক্লিফসে যাওয়ার পথ, আর বামেরটি আপনাকে নিয়ে যাবে সবুজ বালুর সমুদ্রসৈকতে।
কাজেই এমন সবুজ বালুর সৈকত দেখার সুযোগ হাতছাড়া করবেন না আশা করি। আর হাওয়াই যদি চলেই যান, কালো বালুর সৈকতসহ এখানকার বৈচিত্র্যময় সব সৈকত, মাওনা কিয়া পর্বত, জলপ্রপাতসহ দেখতে পারবেন অনেক কিছুই। তবে একটি সতর্কবাণী, এত সুন্দর সবুজ বালু দেখে স্মারক হিসেবে এর কিছুটা ভুলেও ব্যাগে বা পকেটে পুরে নিয়ে আসার কথা ভাববেন না যেন! কারণ, হাওয়াইয়ের সৈকতগুলো থেকে বালু নেওয়া নিষিদ্ধ।
সূত্র: লাভ বিগ আইল্যান্ড ডটকম, টাইমস অব ইন্ডিয়া, অ্যাকুয়ারিয়াস ট্রাভেলার ডটকম, হাওয়াই ডটকম।