অনলাইন ডেস্ক
কাঁটাতারের বেড়া ঘেরা চারণভূমি থেকে পালিয়ে ছিল গরুর পাল। তবে তাদের এই মুক্তজীবন খুব দীর্ঘ হয়নি। কারণ এরা গিয়ে হাজির হয়েছিল একটি প্রাণী উদ্ধারকেন্দ্রে।
ব্রিটিশ দ্বীপপুঞ্জ গার্নসের প্রাণী উদ্ধারকর্মীরা জানান গরুর একটি পাল নিজেদের সীমানা বেড়া দেওয়া পশু চারণভূমি থেকে পালিয়ে যায়। কিন্তু সেখান থেকে তারা হাজির হয় দ্য গার্নসে সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলসের (জিএসপিসিএ) একটি উদ্ধারকেন্দ্রে।
‘আমরা সৌভাগ্যবান গার্নসেতে খুব বুদ্ধিমান সব প্রাণীদের পেয়েছি, ’ জিএসপিসিএর ম্যানেজার স্টিভ ব্রায়ান বলেন, ‘গত শনিবার গার্নসের একটি গরুর পাল তাদের খামারের চারপাশের বেড়া গলে পালিয়ে যায়। আর রোববারই জিএসপিসিএতে পদধূলি দেওয়ার সিদ্ধান্ত নেয় এরা। জিএসপিসিএর কর্মীদের জন্য একটা আনন্দময় দিন ছিল এটি। দ্রুতই এগুলোর মালিককে খুঁজে বের করা হয় এবং প্রাণীগুলো বিদায় নেয়।’
স্টিভ জানান বাড়ি থেকে পালিয়ে উদ্ধারকেন্দ্রে হাজির হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ‘সাম্প্রতিক বছরগুলিতে একটি ঘোড়া খোঁয়াড় থেকে পালিয়ে আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গায় হাজির হয়। এমনকি দুটি ছাগল মাঠ থেকে পালিয়ে আমাদের এখানে চলে আসে।’ বলেন তিনি।