হোম > ল–র–ব–য–হ

সৈকতে ভেসে এল বোতল, ভেতরে চিরকুট

অনলাইন ডেস্ক

একটা সময় সাগরে বিপদে পড়া মানুষ বোতলে বার্তা পাঠাত। এমন চিরকুট পেয়ে এর সাহায্যে হারিয়ে যাওয়া বা বিপদগ্রস্ত মানুষ উদ্ধারের ঘটনাও আছে বিস্তর। সাম্প্রতিক সময়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে এমন বোতল বার্তার ব্যবহার একেবারেই কমে গেছে। তবে কখনো কখনো ব্যতিক্রমও ঘটে। এমনই একটি বোতল বার্তা ভেসে এসেছে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত ব্রিটিশ শাসিত দ্বীপ কেম্যান দ্বীপের সৈকতে।

কেম্যান আইল্যান্ডের সৈকতে হাঁটা এক ব্যক্তি হঠাৎই আবিষ্কার করেন হাতে লেখা মেসেজ পুরে রাখা কাচের বোতলটিকে। ব্রায়ান ফেলপস নামের ওই ব্যক্তি জানান, উপকূল ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎ কাচের বোতলটি চোখে পড়ে। ভেতরে রঙিন কাগজে হাতে লেখা বার্তা।

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা ইউপিআই-এর এক প্রতিবেদনে।

ফেলপস জানান, তিনি বোতলটি না খোলার সিদ্ধান্ত নেন। তবে তাঁর মনে হয়েছে পৃথিবী থেকে বিদায় নেওয়া কারও প্রতি পরিবারের সদস্যদের বার্তা ছিল বোতলের ভেতরে।

‘বিষয়বস্তু ব্যক্তিগত বলে মনে হওয়ায় পরের বার সেখানে গেলে আবার বোতলটি সমুদ্রে ফেলে দেওয়ার ইচ্ছা আছে আমার। যতটুকু দেখতে পেয়েছি তাতে বোতলটিতে মৃত ব্যক্তির উদ্দেশে ২০২১ সালে পরিবারের সদস্যদের লেখা তিন-চারটি চিঠি রয়েছে বলে মনে হয়েছে।’ ফেলপস বলেন কেম্যান কম্পাসকে।

সাম্প্রতিক সময়েই স্কটল্যান্ডের আঙ্গাসের টে এস্টুয়ারির (মোহনা) তীরে এক নারী ময়লা পরিষ্কারের সময় বোতলে ভরা একটি মেসেজ পান। ৪০ বছরে ছয় মাইল দূরত্ব অতিক্রম করে বোতলটি। জেনি স্মিথ নামের ওই নারী জানান, মেসেজগুলো লেখেন স্থানীয় তিনজন শিক্ষার্থী। তাঁদের সঙ্গে সামাজিকমাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হন তিনি।

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী

বিপৎসংকেত পেয়ে এক বাড়িতে হাজির হয়ে যা আবিষ্কার করলেন নিরাপত্তাকর্মীরা

৫ কিলোমিটারের গন্তব্যে ৩৮১৯৭ টাকা ভাড়া নিল উবার

এক ডিমের দাম ৩০ হাজার টাকা

একদিনে ১০১ পুরুষের সঙ্গে বিছানায় তরুণী, টার্গেট ১ হাজার

লাইব্রেরির দেয়ালে লুকানো ছিল ২০০ বছর পুরোনো শহরের প্রবেশদ্বার

এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা!

বরের বয়স ১০০, কনের ১০২

দুর্গম দ্বীপটির জনসংখ্যা ২০, পাখি বাস করে ১০ লাখ

সেকশন