Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

ট্রেনের জানালায় চোর ধরে ঝুলন্ত অবস্থায় এক কিলোমিটার টেনে নিলেন যাত্রী

অনলাইন ডেস্ক

ট্রেনের জানালায় চোর ধরে ঝুলন্ত অবস্থায় এক কিলোমিটার টেনে নিলেন যাত্রী

ধীর গতিতে চলছিল ট্রেনটি। এই সুযোগে জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল নিতে চেয়েছিল চোর। তবে সতর্ক যাত্রী চোরের দু-হাত ধরে ফেলেন। এতে জানালার সামনে ঝুলতে থাকে চোর। এভাবে মোটামুটি এক কিলোমিটার ঝুলন্ত অবস্থায় ভ্রমণ করতে হয় চোরটিকে। ঘটনাটি ভারতের বিহারের।

অবশ্য শেষ পর্যন্ত ট্রেনের গতি একেবারে কমে যাওয়ার সুযোগ নিয়ে চোরটিকে ছাড়িয়ে নেয় দুই ব্যক্তি। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সময়ের উল্লেখ না থাকা ভিডিওটিতে দৃশ্যটি ভারতের বিহারের বলে জানানো হয়েছে। যেখানে ট্রেনের জানালা দিয়ে চুরি খুব সাধারণ বিষয়। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।

ভিডিওর ক্যাপশন অনুসারে বিহারের ভগলপুরের কাছে কালেশ নামের জায়গায় চলন্ত ট্রেনে চুরিটা করতে চেয়েছিল লোকটি। তবে ট্রেনের কামরায় বসা সতর্ক যাত্রী চোরের দু্ই হাত শক্ত করে ধরে ফেলায় শূন্যে ঝুলতে থাকে সে। কামরার অন্য যাত্রীরাও চোরটিকে ধরে রাখতে সাহায্য করে। চোরটি মুক্ত হওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। ট্রেনের সঙ্গে ঝুলতে ঝুলতেই যেতে থাকে সে। মোটামুটি এক কিলোমিটারের মতো যাওয়ার পর ট্রেনের কম গতির সুযোগে দুজন লোক তাকে ছাড়িয়ে নেয়। ধারণা করা হয় এরা চোরটির সঙ্গী। এদিকে অন্য যাত্রীরা ঘটনাটির ভিডিও ধারণ করে এক্সে (টুইটার) দিয়ে দেন।

২০২২ সালে বিহারেই মোটামুটি একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। সাহেবপুর কামাল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে এক যাত্রীর ফোন চুরির চেষ্টা করে এক চোর। তখন যাত্রীরা তার হাত ধরে ফেলে। ট্রেন স্টেশন ছাড়ার পরও লোকটির হাত ধরে রাখে যাত্রীরা। মোটামুটি ১০ কিলোমিটার এভাবে ঝুলতে ঝুলতে যায় সে। ট্রেন খাগারিয়ার কাছে এলে শেষ পর্যন্ত চোরটির হাত ছেড়ে দেওয়া হয়। ট্রেনের গতিও ওই সময় কম ছিল। তাই পালিয়ে যেতে পারে চোরটি।

ডিমের বাজার চড়া, লেয়ার মুরগি ভাড়া নিচ্ছেন মার্কিনরা

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক

গিনেস বুকে নাম লেখাল রক্তকণিকার সমান এক ভাস্কর্য

৪০০টি ভাষায় লিখতে পড়তে পারেন ১৯ বছরের আকরাম

তিমির মুখে কিছুক্ষণ, বেঁচে ফিরে অভিজ্ঞতা জানালেন তরুণ

সমুদ্রের তলদেশে টানা ১২০ দিন, বিশ্ব রেকর্ড গড়লেন জার্মান প্রকৌশলী

পচা মাংসের দুর্গন্ধযুক্ত ফুল দেখতে শত শত মানুষের ভিড়

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড