ইশতিয়াক হাসান
দুই নদীর মিলন খুব সাধারণ ঘটনা। তবে কখনো কখনো এই সাধারণ বিষয়টি হয়ে ওঠে অসাধারণ। যেমনটি হয়েছে ইউরোপের দেশ সুইজারল্যান্ডের দুই নদী রোন আর আর্ভি মিলিত হওয়ার ফলে। দুটি নদীর রঙের পার্থক্য এতটাই বেশি যে অদ্ভুত সুন্দর এক দৃশ্যের জন্ম হয়েছে। মিলনস্থলে নীল আর বাদামি রং দুটি আলাদাভাবে অবস্থান করায় কোনটা কোন নদী বোঝা যায় সহজেই।
মিলনস্থলে পুরোপুরি না মেশার কারণ এদের জলের ঘনত্ব এক না হওয়া। নদী দুটি একত্র হয়েছে বিখ্যাত সুইস শহর জেনেভায়। উত্তর দিক থেকে প্রবাহিত রোন নদী জেনেভা হ্রদের মধ্য দিয়ে গেছে। এদিকে আর্ভি ফ্রেঞ্চ আল্পস থেকে উৎপত্তি হয়ে, অর্থাৎ দক্ষিণ থেকে আসে। জেনেভা সিটি সেন্টারের দক্ষিণে মিলিত হয় তাঁরা। তারপর রোন নাম নিয়ে পশ্চিমে ফ্রান্সের দিকে যেতে শুরু করে। এভাবে পাশাপাশি দুটি রঙের উপস্থিতির কারণে স্থানীয় বাসিন্দা এবং বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের খুব পছন্দের এক জায়গা নদী দুটির মিলস্থল।
এবার বরং নদী দুটি সম্পর্কে জেনে নেওয়া যাক। রোন গভীর, শক্তিশালী এক নদী, স্রোতও বেশি। অন্যদিকে আর্ভি তুলনামূলক ছোট নদী।
ইউরোপের বড় নদীগুলোর একটি রোন। সুইজারল্যান্ডে উৎপত্তি হওয়ার পর ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষমেশ ভূমধ্যসাগরে পড়েছে। প্রায় ৮১২ কিলোমিটার এর দৈর্ঘ্য। রোন হিমবাহের ধারে সুইস আল্পস থেকে নদীটির সূচনা। ফ্রান্সের লিও, এভিগননসহ বড় কয়েকটি শহরের ভেতর দিয়ে গেছে নদীটি। নদীটি পর্যটকদেরও আকৃষ্ট করে আসছে সব সময়। কারণ দৃষ্টিনন্দন কয়েকটি শহর, আঙুরের বাগান এবং ঐতিহাসিক কিছু জায়গার ভেতর দিয়ে চলে গেছে এটি।
প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রোন ও আর্ভির মিলনস্থলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব আছে। হাজার হাজার বছর ধরে এখানে মানুষের বাস। বিভিন্ন সভ্যতার প্রভাব আছে জায়গাটির ওপর। উদাহরণ হিসেবে রোমানরা একটি সেতু তৈরি করে রোনের ওপর, মিলনস্থলের কাছেই। এই রাস্তা ইতালি ও জার্মানির মধ্যে বাণিজ্য পথ হিসেবে ব্যবহৃত হতো।
সূত্র: আনইউজুয়াল প্লেসেস, দ্য জার্কার ডট কম