Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

নাক দিয়ে ঠেলে পাহাড়ে বাদাম উঠিয়ে বিরল রেকর্ড

অনলাইন ডেস্ক

নাক দিয়ে ঠেলে পাহাড়ে বাদাম উঠিয়ে বিরল রেকর্ড

কত রকমের রেকর্ডই তো হয়! এবার নাক দিয়ে ঠেলে ঠেলে একটি চিনাবাদাম পাহাড়ে উঠিয়ে অদ্ভুত রকমের রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, বব সালেম একুশ শতকের সেই প্রথম ব্যক্তি যিনি ৫৩ বছর বয়সে এই বিরল রেকর্ডটি করেছেন।

বব থাকেন যুক্তরাষ্ট্রের কলোরাডোয়। গত ৯ জুলাই তিনি শুরু করেছিলেন সেই অদ্ভূতকাণ্ড—নাক দিয়ে বাদাম ঠেলা। সাত দিন ধরে তিনি এ কাজ করেছেন। অতঃপর ১৫ জুলাই ‘মিশন সমাপ্ত’ ঘোষণা করেছেন। মিশন! হ্যাঁ, এ তো এক মিশনই বটে। যাঁরা কলোরাডোর ম্যানিটো স্প্রিংস শহরের ফেসবুক পেজ থেকে শেয়ার করা ভিডিওটি দেখেছেন, তাঁরা নিশ্চয় স্বীকার করবেন, বব সালেম এক অসম্ভব মিশনই সমাপ্ত করেছেন। 

অনন্য এ ইতিহাস সৃষ্টি করার পর বব সালেম বলেছেন, ম্যানিটো স্প্রিংসের মতো শহর আর নেই। এত সুন্দর। এ শহরের ১৫০ তম উদ্‌যাপন উপলক্ষে এমন কীর্তি গড়তে পেরে আমি আনন্দিত। আমার সঙ্গে আমার শহরটিও ইতিহাসে জায়গা করে নিয়েছে। ইতিহাসে স্থান করে নিয়েছে ‘পাইক পিকস’ নামটিও। 

রকি পর্বতমালার একটি অংশের নাম পাইক পিকস। এই পাইক পিকসের ওপরেই নাক দিয়ে বাদাম ঠেলে তুলেছেন বব সালেম। 

ববের বাদাম ঠেলার ভিডিওটি অনেক মানুষ আগ্রহ নিয়ে দেখছেন। ইতিমধ্যে ৯ হাজার বার দেখা হয়েছে। ভিডিওর নিচে অনেকেই চমৎকার মন্তব্য করছেন। 

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক

গিনেস বুকে নাম লেখাল রক্তকণিকার সমান এক ভাস্কর্য

৪০০টি ভাষায় লিখতে পড়তে পারেন ১৯ বছরের আকরাম

তিমির মুখে কিছুক্ষণ, বেঁচে ফিরে অভিজ্ঞতা জানালেন তরুণ

সমুদ্রের তলদেশে টানা ১২০ দিন, বিশ্ব রেকর্ড গড়লেন জার্মান প্রকৌশলী

পচা মাংসের দুর্গন্ধযুক্ত ফুল দেখতে শত শত মানুষের ভিড়

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী