Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

শরীরের সঙ্গে আটকে রাখা ৩০০ বিষধর মাকড়সাসহ বিমানবন্দরে ধরা পড়ল পাচারকারী

অনলাইন ডেস্ক

শরীরের সঙ্গে আটকে রাখা ৩০০ বিষধর মাকড়সাসহ বিমানবন্দরে ধরা পড়ল পাচারকারী
ট্যারানটুলা মাকড়সা বিপন্ন প্রজাতির একটি প্রাণী। ছবি: ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস

বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা করায়।

২৮ বছর বয়স্ক দক্ষিণ কোরীয় এক নাগরিককে লিমার জর্জ শ্যাভেজ ইন্টারন্যাশনাল বিমানবন্দর আটকানো হয় গত ৮ নভেম্বর। কারণ কর্তৃপক্ষ তাঁর পেটের অংশটি অনেক বেশি স্ফীত অবস্থায় দেখতে পান। গত ১৩ নভেম্বর দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস (সেরফর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। আরও বলা হয়, একটি অনুসন্ধানে তার পেটের সঙ্গে আটকানো জিপলক ব্যাগের ভেতরে প্রাণীগুলো খুঁজে পাওয়া যায়।

৩২০টি ট্যারানটুলা মাকড়সা ছাড়া আর যেসব প্রাণী এ সময় উদ্ধার করা হয় সেগুলো হলো ১১০টি সেন্টিপেড এবং শতপদী এবং নয়টি বুলেট প্যান্ট।

পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। পেরু থেকে ফ্রান্স হয়ে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছিলেন তিনি। এ বিষয়ে পেরুর পরিবেশগত অপরাধবিষয়ক প্রসিকিউটর তদন্ত শুরু করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

প্লাস্টিক কনটেইনারে ভরে একটি ব্যাগে পুরে পেটের সঙ্গে প্রাণীগুলো আটকে রেখেছিল আটক ব্যক্তিটি। ছবি: ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস
প্লাস্টিক কনটেইনারে ভরে একটি ব্যাগে পুরে পেটের সঙ্গে প্রাণীগুলো আটকে রেখেছিল আটক ব্যক্তিটি। ছবি: ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস

পেরুভিয়ান আমাজনের মাদ্রে দে দিওস এলাকা থেকে এই পোকামাকড়গুলো সংগ্রহ করা হয় বলে ধারণা করা হচ্ছে। এখন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছে প্রাণীগুলো।

বিজ্ঞপ্তিতে সেরফরের একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ট্যারানটুলাকে একটি বিপন্ন প্রজাতি হিসেবে উল্লেখ করেন।

‘এগুলো অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে এবং বিশ্বব্যাপী কোটি কোটি ডলার মূল্যের অবৈধ বন্যপ্রাণী পাচারের অংশ।’ বলেন সিলভা।

বন্যপ্রাণী অবৈধভাবে পাচারের সমস্যায় থাকা পেরুই দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ নয়।

কর্মকর্তারা বাজেয়াপ্ত জিনিস প্রদর্শন করছেন। ছবি: ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস

২০২১ সালের ডিসেম্বরে কলম্বিয়ার কর্তৃপক্ষ কমপক্ষে ২৩২টি ট্যারানটুলা, ৬৭টি তেলাপোকা, ৯টি মাকড়সার ডিম এবং সাতটি বাচ্চাসহ একটি কাঁকড়া বিছা উদ্ধার করে। এগুলো বোগোতার এল ডোরোডা বিমানবন্দরে এক ব্যক্তির স্যুটকেস থেকে এগুলো উদ্ধার করা হয়।

এদিকে এ বছরের সেপ্টেম্বর কর্মকর্তারা হংকংয়ের উদ্দেশে জাহাজে করে পাচারের চেষ্টা করা প্রায় তিন হাজার ৫০০ হাঙরের ফিনের একটি চালান বাজেয়াপ্ত করে।

একজনের সংগ্রহে ‘সর্বকালের সেরা’ চলচ্চিত্রের ৫০০ পোস্টার, উঠছে নিলামে

‘বাথটাবে’ ১০ দিন শুয়ে থেকে আয় করা যাবে সাড়ে ৬ লাখ টাকা

আরব আমিরাতে গাড়ির লাইসেন্স প্লেট ও মোবাইল নম্বরের অভিনব নিলাম

হোম অফিস গোছানোর দিন আজ

বিখ্যাত ব্র্যান্ডের এক পায়ের জিনস, দাম মাত্র ৫৩ হাজার টাকা!

৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হলো চারিজার্ড পোকেমন আকৃতির চিটো

ডিমের বাজার চড়া, লেয়ার মুরগি ভাড়া নিচ্ছেন মার্কিনরা

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক