ভালো সাংবাদিকতায় বিতর্ক হবেই, এটাই এর প্রকৃতি।
গণতন্ত্রকে কার্যকর করতে সাংবাদিকতা প্রয়োজন।
ভুয়া সংবাদ সস্তা, আর সত্য সংবাদ দামি।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট শাসন করে চার বছর, আর সাংবাদিকতা চিরকাল।
রেডিওতে একমাত্র সংবাদ শোনাই সহনীয়, যেহেতু তখন ডিস্ক জকি চুপ থাকে।
যাত্রী ছাউনিতে পত্রিকার ওপর বসে ছিলাম। একজন এসে বলল, ‘আপনি কি পত্রিকা পড়ছেন?’ কী বলব ভাবতে ভাবতে ‘হ্যাঁ’ বলেই দাঁড়িয়ে গেলাম। তারপর পত্রিকার পাতা উল্টে আবার বসলাম।
দুঃখিত আর্টিকেল লিখতে দেরি হয়ে গেছে। কারণ, অন্য কেউ আমার পেনসিল ব্যবহার করছিল।
পত্রিকার অর্ধেক পাতায় কেউ জায়গা পেলে সে নিজেকে পুরো পৃথিবীর মালিক মনে করে।