Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

কুকুরছানাকে হুইস্কি পান, ভাইরাল ভিডিও নিয়ে ভারত তোলপাড়

অনলাইন ডেস্ক

কুকুরছানাকে হুইস্কি পান, ভাইরাল ভিডিও নিয়ে ভারত তোলপাড়

ভারতে কুকুরছানাকে হুইস্কি পান করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও প্রাণী অধিকারকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভিডিওতে দেখা যায়, রাজস্থানের সাওয়াই মাধোপুরের শেরু বরদা নামের ব্যক্তি প্লাস্টিকের পাত্রে কুকুরছানাকে হুইস্কি পান করানোর চেষ্টা করছেন। শেরু ও তাঁর বন্ধুরা উন্মুক্ত স্থানে আগুন জ্বেলে বসে ছিলেন।   

বিষয়টি নজরে এলে রাজস্থান পুলিশ এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) স্থানীয় পুলিশকে ট্যাগ করে তদন্ত করতে বলে। স্থানীয় পুলিশ এ ঘটনায় উপযুক্ত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

কুকুরের যকৃৎ অ্যালকোহল সংশ্লেষে সক্ষম নয়। মদ্যপানে কুকুরের দেহে মানুষের মতোই বিষক্রিয়া হতে পারে। তবে কুকুরের ক্ষেত্রে তা আরও দ্রুত প্রভাব বিস্তার করে। পোষা প্রাণীর যত্নবিষয়ক ওয়েবসাইট রোভারে বলা হয়, অ্যালকোহলের কারণে কুকুরের মধ্যে ঝিমুনি রোগ, শ্বাসকষ্ট ও শরীরের তাপমাত্রা কমে যেতে পারে। কুকুরছানার ওপর অ্যালকোহলের প্রভাব আরও মারাত্মক হতে পারে।    

সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুরছানাকে এ ঝুঁকির মধ্যে ফেলার জন্য অনেক ব্যবহারকারী অভিযুক্ত ব্যক্তির প্রতি ক্ষোভ প্রকাশ করেন। 

এক্স প্ল্যাটফর্মে এক ব্যবহারকারী রাজস্থান পুলিশকে ট্যাগ করে লেখেন, ‘কুকুরছানাটির মৃত্যু হতে পারে। এরা অমানুষ।’

অনেক ব্যবহারকারীই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক

গিনেস বুকে নাম লেখাল রক্তকণিকার সমান এক ভাস্কর্য

৪০০টি ভাষায় লিখতে পড়তে পারেন ১৯ বছরের আকরাম

তিমির মুখে কিছুক্ষণ, বেঁচে ফিরে অভিজ্ঞতা জানালেন তরুণ

সমুদ্রের তলদেশে টানা ১২০ দিন, বিশ্ব রেকর্ড গড়লেন জার্মান প্রকৌশলী

পচা মাংসের দুর্গন্ধযুক্ত ফুল দেখতে শত শত মানুষের ভিড়

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী