ভিডিও
গ্রাপ্তার হয়েছেন পুষ্পা খ্যাত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ১৩ ডিসেম্বর পরিবারে লোকজনের উপস্থিতিতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। 'পুষ্পা ২' সিনেমার প্রিমিয়ারে ভিড়ে পদদলিত হয়ে এক নারী নিহত এবং তার ৯ বছর বয়সী সন্তান আহত হওয়ার ঘটনায় করা এক মামলায় তাকে গ্রাপ্তার করা হয়।
আরও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি ক্লিক করুন: https://www.youtube.com/c/AjkerPatrikabd