ভিডিও
প্রতিটি স্থাপত্য একটি ইতিহাস বয়ে আনে, আর কিছু স্থাপত্য কালের গহীন অতলে ডুবে থেকেও নিজের ঐতিহ্য রক্ষা করে চলে। এমনই অপরূপ সৌন্দর্য্য সাজানো মসজিদটি একটি ঐতিহ্যবাহী স্থাপত্য, যা প্রায় ৭০০ বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, সিলেটের উচাইল শংকরপাশা শাহী জামে মসজিদ। তবে বহু বছর ধরে সংস্কার-পরিচর্যা না করায় দিন দিন জৌলস হারাচ্ছে সুলতানী আমলের অপূর্ব স্থাপত্য নিদর্শনটি।
আরও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি ক্লিক করুন: https://www.youtube.com/c/AjkerPatrikabd