নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ কার্নিভাল। ‘ইন্টারন্যাশনাল উইম্যানস ডে–২০২৪’ শিরোনামের এই প্রদর্শনীটি আগামী ৮ ও ৯ মার্চ অনুষ্ঠিত হবে ধানমন্ডির সীমান্ত সম্ভারের বিজিবি ব্যাংকুয়েট হলে।
দুই দিন ব্যাপী এই আয়োজনের মূল লক্ষ্য নারীর ক্ষমতায়নকে সমৃদ্ধ করা। এখানে ১৫০ জনেরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তা অংশগ্রহণ করবেন। এ আয়োজনে অংশগ্রহণকারীরা নিজেদের পণ্য প্রদর্শনের সুযোগ পাবেন।
আয়োজনটি উদ্বোধন করবেন বাংলাদেশের চলচ্চিত্রাভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। সারা দিন ব্যাপী এ আয়োজনে থাকবে বিভিন্ন কর্মকাণ্ড। অংশগ্রহণকারীরা সকাল থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারীশ হকের লাইভ স্ট্রিমিংয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। এ ছাড়া থাকবে একটি নেটওয়ার্কিং সেশন এবং মানসিক ও মাসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা। সন্ধ্যায় একটি বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।
আয়োজনের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। সেদিনও লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ থাকবে মিতু আহসানের সঙ্গে।