এ বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বাগেরহাটের নূশরাত ইসলাম তৃষা। নেদারল্যান্ডসের কিডস রাইটস ফাউন্ডেশন তাকে বাল্যবিবাহ বন্ধে কাজ করায় এ পুরস্কারের জন্য মনোনীত করেছে। তৃষা বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছে।
তৃষা সমাজসেবামূলক সংগঠন প্রজাপতি স্কোয়াডের প্রতিষ্ঠাতা ও হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক শিশু সাংবাদিক। ১০ বছর বয়সে সে হ্যালো ডট বিডিনিউজের শিশু সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়। সেখানেই সাংবাদিকতার পাশাপাশি সে জেনেছে শিশুদের
অধিকারের কথা। ইউনিসেফের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার পাশাপাশি অংশ নিয়েছিল কুপিং উইদ কোভিড ১৯-এর দুটি সিরিজেও।
বাল্যবিবাহের কুফল বিষয়ে সচেতনতা তৈরি করতে ২০২৩ সালের ২ জানুয়ারি প্রজাপতি স্কোয়াড নামের একটি সংগঠন তৈরি করে তৃষা। দলটি প্রত্যন্ত অঞ্চলের স্কুলে ঘুরে বাল্যবিবাহের কুফল, এটি বন্ধে করণীয় বিষয়ে শিশুদের সচেতনতার কাজ শুরু করে।
শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সুরক্ষায় কাজের জন্য প্রতিবছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দেয় কিডস রাইটস নামের একটি ফাউন্ডেশন। ১২ থেকে ১৮ বছর বয়সীরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারে। ২০০৫ সালে রোমে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের এক সম্মেলন থেকে সম্মানজনক এই পুরস্কার চালু করা হয়। প্রতিবছর একজন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী পুরস্কারটি হস্তান্তর করেন। তাই পুরস্কারটি শিশুদের নোবেল হিসেবেও পরিচিত।