হোম > নারী

কন্যাশিশুর নিরাপত্তায় গঠিত হবে রেসপন্স টিম: উপদেষ্টা শারমীন মুরশিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন, কন্যাশিশুদের নিরাপত্তায় তরুণ প্রতিনিধিদের নিয়ে সারা দেশে র‍্যাপিড রেসপন্স টিম গঠন করা হবে। জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আজ সোমবার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। 

উপদেষ্টা বলেন, প্রত্যেকটি টিম কেন্দ্রীয়ভাবে হবে। এখানে প্রশাসন, পুলিশ, আইনজীবী, কাউন্সিলর এবং তরুণ সমাজের উপস্থিতি থাকবে। 

শিশু-কিশোরদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা লেভেলে আমরা তোমাদের কাছে আসব। আমরা যে করেই হোক মেয়েদের ওপরে নির্যাতনটা কমিয়ে আনব। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। আমি আমার সরকারকে বলব, রাষ্ট্র হোক বাচ্চাদের জন্য।’ 

আজ সকালে শিশু একাডেমিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা করা হয়। এর উদ্বোধন করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘কন্যাশিশুর প্রতি বঞ্চনা এবং নারীর প্রতি বঞ্চনার অবসান ঘটাতে হবে। এই প্রত্যয় নিয়ে আমাদের এগোতে হবে।’ 

শোভাযাত্রা ও আলোচনা সভার পাশাপাশি এদিন শিশু একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয় ৷ এতে শিশু একাডেমিতে প্রশিক্ষণার্থী শিশুরা অংশ নেয়।

জটিল প্রক্রিয়ার কারণে অনলাইনে হয়রানির শিকার হয়েও অভিযোগ করতে পারেন না নারীরা

ঐতিহ্য পুনরুদ্ধারে শাহেলীর লড়াই

১১ মাসে নির্যাতনের শিকার ২,৫৪৯ নারী ও কন্যাশিশু

শুধু চিঠিতে তালাক লিখে দিলেই তালাক সম্পূর্ণ হয় না

আন্তর্জাতিক নারী: দেয়ালবন্দী জীবনেও প্রতিরোধের প্রদীপ

শান্তির পক্ষে স্যালি লিলিয়েন্থাল

রোকেয়াকে ‘মুরতাদ’ বলা রাবি শিক্ষকের অপসারণ চায় মহিলা পরিষদ

ল্যানসেটের গবেষণা: শৈশবে ১০০ কোটি মানুষ যৌন সহিংসতার শিকার

মোবাইল ফোনের ক্যামেরায় জীবনের গল্প

যৌতুক দাবি ও গ্রহণ করা এবং যৌতুকের জন্য চাপ দেওয়া দণ্ডনীয় অপরাধ