Ajker Patrika
হোম > নারী

বাসন ধোয়ার মুশকিল আসান

ফিচার ডেস্ক 

বাসন ধোয়ার মুশকিল আসান

কাউকে দাওয়াত দিয়ে রান্নাবান্না করে খাওয়ানোর পর বাসন মাজতে গিয়ে সমস্যায় পড়েন অনেকে। এত বাসন মাজতে হবে বলে মাথায় হাত পড়ে। এখান থেকেই হয়তো একদিন ডিশওয়াশার তৈরির সূত্র পেয়েছিলেন জোসেফাইন কোচরান। না হলে কি আর ডিশওয়াশার তৈরিতে মন দিতেন তিনি?

শিকাগোর উদ্ভাবক জোসেফাইন ডিশওয়াশার আবিষ্কারের জন্য প্রত্যেক মানুষের; বিশেষ করে নারীদের কাছ থেকে একটা ধন্যবাদ পেতেই পারেন। তবে জানিয়ে রাখা ভালো, জোসেফাইন আসলে কাপড় ধোয়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। কিন্তু কোনো এক কারণে সেটিতে তিনি সফল হতে পারেননি। এরপর তিনি ডিশওয়াশার মেশিনের একটি প্রোটোটাইপ ডিজাইন করেন। শুধু তা-ই নয়, ইলিনয়ের শেলবিভিলে নিজ বাড়িতে জোসেফাইন এর প্রথম মডেলটির নকশা করেছিলেন। ১৮৮৬ সালের ২৮ ডিসেম্বর এটির পেটেন্ট পান তিনি।

তবে পঞ্চাশের দশক পর্যন্ত সাধারণ মানুষের কাছে ডিশওয়াশার জনপ্রিয়তা পায়নি। প্রথম দিকে শুধু বড় বড় হোটেল আর রেস্তোরাঁতেই এর জায়গা হয়। তিনি এই ডিশওয়াশার তৈরির জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, যা শেষ পর্যন্ত কিচেনএইডে পরিণত হয়। ১৮৩৯ সালের ৮ মার্চ ওহাইওর অশতাবুলা কাউন্টিতে জন্ম নেওয়া এই নারী উদ্ভাবক ১৯১৩ সালের ৩ আগস্ট শিকাগোর ইলিনয়ে মারা যান। 
সূত্র: ক্ল্যাসিক শিকাগো ম্যাগাজিন

‘কর্মক্ষেত্রে নিজেদের তৈরি করে নিতে হবে’

জান্নাতুলের সাহসী উদ্যোগ

দানবীর মেরি গ্যারেট

মৃত্যুদণ্ড দিয়ে নারী সহিংসতা রোধের প্রমাণ নেই: ব্যারিস্টার সারা হোসেন

বড় হচ্ছে শিশুসাহিত্যের রঙিন ভুবন

কাজের প্রতি দায়বদ্ধ থাকা গুরুত্বপূর্ণ

থ্রিলারের জগতে নারীরা

৩৫টি ভাষায় অনুবাদ হয়েছে যাঁর বই

গাড়ির উইন্ডশিল্ড ওয়াইপার আবিষ্কারকের জন্মদিন আজ

নিজের প্রশংসা করুন সাফল্য উদ্‌যাপন করুন