হোম > নারী

রেল যাত্রায় প্রথমবারের মতো নারী অ্যাটেনডেন্ট

ডেস্ক রিপোর্ট

যাত্রা শুরু করেছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। ১ ডিসেম্বর কক্সবাজার থেকে প্রথম ট্রেনটি ছেড়ে আসে ঢাকার উদ্দেশে। এতে পরীক্ষামূলকভাবে ৯ জন নারী অ্যাটেনডেন্টকে যুক্ত করা হয়।

বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে প্রথম এই পদে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে। বিমানবালার কথা বিবেচনায় এনে অনেক যাত্রীই তাঁদের বলছেন ট্রেনবালা। শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রথমবারের মতো ২০টি কোচ নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় কক্সবাজার এক্সপ্রেস। প্রথম দিনে যাত্রী ছিলেন ১ হাজার ২০ জন। যাত্রীদের প্রয়োজনীয় সেবায় নিয়োজিত ছিলেন ২৪ জন অ্যাটেনডেন্ট বা ট্রেন হোস্টেস। তাঁদের মধ্যে রেলের ইতিহাসে প্রথমবারের মতো দায়িত্ব পালন করেছেন ৯ জন নারী অ্যাটেনডেন্ট। ইতিমধ্যে আউটসোর্সিং পদ্ধতিতে ২৬ জন নারী অ্যাটেনডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। তা ছাড়া আগামী ১ জানুয়ারি থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চালু হতে যাওয়া নতুন সুবর্ণ এক্সপ্রেসেও ২০ জন নারী অ্যাটেনডেন্ট দায়িত্ব পালন করবেন।

রেলের মহাপরিচালক (ডিজি) কামরুল আহসান বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় নারীর ক্ষমতায়নের ব্যাপারে বলেন এবং কাজ করেন। আমরাও এ লক্ষ্যে পরীক্ষামূলকভাবে ৯ জন নারী অ্যাটেনডেন্টকে এই ট্রেনে সংযুক্ত করেছি। আমরা আশা করছি, তাঁরা ভালো সেবা 
প্রদান করবেন।’

নারীবান্ধব হচ্ছি কবে

সর্বস্ব হারানো এক নারীর গল্প

নারীদের তালাক দেওয়ার অধিকার আছে

আমি একজন অফিসারের স্ত্রী

সফল সাংবাদিক আইরিন

নতুন বছরে নতুন আশা

সম্মান আমার নয়, আমার কাজের

দাসত্বের বিরুদ্ধে লড়ে চলেছেন ইউজেনিয়া বোনেত্তি

পোস্ট পার্টাম ডিপ্রেশন কাটাতে পরিবারকে এগিয়ে আসতে হবে

পাশ্চাত্যের যে নারী প্রথম গণিত বিষয়ে বই লেখেন

সেকশন