নড়াইল জেলার মাসিমদিয়া গ্রামে জন্ম বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের। সূচিশিল্পী ইলোরা পারভিনও একই গ্রামের। এস এম সুলতান ছিলেন তাঁর বাবার বন্ধু। ‘কাকু’ বলে ডাকতেন তাঁকে। শৈশব থেকে ছবি আঁকার শখ ছিল ইলোরার। তাঁর বয়স যখন ৮ কিংবা ১০ বছর, তখন থেকে এস এম সুলতানের ছবি আঁকা দেখতেন। ছবি আঁকা দেখতে দেখতে ছোট্ট ইলোরার মনে প্রশ্ন জাগত, কাকু ছবি আঁকছেন একটা সমান কাগজ বা কাপড়ের ওপর। কিন্তু ছবির ভেতরের দৃশ্য উঁচু-নিচু দেখানো হয় কীভাবে?
উচ্চমাধ্যমিক পাসের পর ইলোরা ঢাকার ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগে ভর্তি হন এবং ওই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে ফিরে যান নড়াইলে। তত দিনে এস এম সুলতান মারা গেছেন। তাঁর শিষ্য দুলাল চন্দ্র সাহার কাছে শৈশবের কৌতূহলের বিষয় থেকে জানতে চান, ছবি আঁকার সময় কোনো জায়গা উঁচু, কোনো জায়গাকে নিচু দেখা যায়—কীভাবে হয়? দুলাল বুঝতে পারেন, ছবি আঁকার প্রতি তাঁর আগ্রহ আছে। মূলত সূচিকর্মে আগ্রহ ছিল ইলোরার। তিনি ইলোরাকে শেখান, ছবির প্রাণ হলো রঙের মাধ্যমে আলো-ছায়া তৈরি করা। সেটা সুতা দিয়ে তৈরি করা বেশ কঠিন। কিন্তু তিনি ইলোরাকে সুই-সুতায় মানুষের প্রতিকৃতি ফুটিয়ে তুলতে উদ্বুদ্ধ ও সহায়তা করতে থাকেন। এভাবেই ইলোরার সূচিশিল্পী হয়ে ওঠার শুরু।
কিন্তু তিনি এ পর্যন্ত সুই-সুতার মাধ্যমে ১০০টির মতো ছবি তৈরি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইলোরার সূচিকর্ম’ নামে রয়েছে একটি পেজ। সেই পেজে অনেকে নিজেদের ছবি দিয়ে সেগুলো সুই-সুতায় বানিয়ে দিতে অনুরোধ করেন।
ইলোরা সুই-সুতা দিয়ে তৈরি করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বদের প্রতিকৃতি। ২০২২ সালে জেলা পর্যায়ে তিনি সেরা জয়িতার পুরস্কার পান। জাতীয় জাদুঘর থেকে তাঁকে দেওয়া হয়েছে সম্মাননা। ইলোরা পারভিনের অধীনে ৮-১০ জন নারী কাজ করেন।
সুই-সুতার কাজ বেশ কঠিন। অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন এতে। মনের আনন্দে ইলোরা সেই কঠিন কাজটি করে চলেছেন।
সুই-সুতায় প্রতিকৃতি ফুটিয়ে তুলতে তাঁর কোনো ক্লান্তি নেই; বরং কাজটি শান্তি জোগায় তাঁর মনে।