Ajker Patrika
হোম > নারী

সুই-সুতায় আটকা জীবন

ফিচার ডেস্ক

সুই-সুতায় আটকা জীবন
ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী। অর্থাৎ, বর্তমানে পোশাক খাতের অর্ধেকের বেশি কর্মী নারী। এ বছরের জুন মাসে প্রকাশিত হয়েছিল এ তথ্য।

পোশাক খাতের ওপর আসা যেকোনো আঘাতে সরাসরি বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারী শ্রমিকেরা। গত জুলাই থেকে দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। অন্যদিকে বিশ্বের বড় দেশগুলো মেতেছে যুদ্ধ যুদ্ধ খেলায়। তার প্রভাব পড়েছে আমাদের পোশাকশিল্পে।

বিকেএমইএর তথ্য অনুযায়ী, দেশে নিট সেক্টরে বর্তমানে কর্মরত আছেন ১৭ লাখ ২৫৫ শ্রমিক। তাঁদের ৬২ শতাংশ অর্থাৎ ১০ লাখ ৫৪ হাজার ১৫৭ জন নারী শ্রমিক।

দেশে তৈরি পোশাক খাতের ৫০ লাখ ১৭ হাজার ৬৫২ শ্রমিকের মধ্যে ৫৫ দশমিক ৫৭ শতাংশ নারী। সেই সংখ্যা ২৭ লাখ ৮৮ হাজার ৬১৬ জন। তবে নারী শ্রমিকদের এই হিসাবে ইপিজেডে কর্মরত নারীদের বাদ রাখা হয়েছে।

কখনো বেতন নিয়ে আন্দোলন, কখনোবা অগ্নিকাণ্ড কিংবা ভবন ধসের মতো ঘটনা ঘটে। কিন্তু এই বিশাল শ্রেণির মানুষ সব সময় সেসব বিপদের মুখোমুখি দাঁড়িয়ে কাজ করেন। এ ছাড়া বছরের পর বছর নারী শ্রমিকেরা বৈষম্য ও নিপীড়নের শিকার হয়ে আসছেন। তাঁদের মতপ্রকাশের কোনো স্বাধীনতা নেই। জীবনযাত্রার মান কমতে কমতে ঠেকেছে তলানিতে। সন্তানদের শিক্ষা থেকে শুরু করে পরিবারের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এমন অবস্থায় নারী শ্রমিকেরা এখনো মজুরি বৈষম্যের শিকার।

গত এক দশকে অর্থাৎ ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানির একটি বড় অংশ দখল করে আছে বাংলাদেশ। ৬ হাজার ১৩২ কোটি ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ।

এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টস (ওটেক্সার) তাদের সাম্প্রতিক একটি প্রতিবেদনে।

এদিকে ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশের রাজনৈতিক অবস্থা স্থবির হয়ে রয়েছে বেশ কিছুদিন ধরে। এরপর আগস্টের পর থেকে তৈরি পোশাক খাতে চলছে অরাজকতা। এসব নানামুখী অবস্থার কারণে ভারতীয় তৈরি পোশাক খাত অনেক ফুলে-ফেঁপে উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ প্রকাশিত (১৪ নভেম্বর) বাণিজ্য পরিসংখ্যানে দেখা গেছে, অক্টোবর মাসে দেশটির তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৩৫ শতাংশ। আর টেক্সটাইল রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৫৬ শতাংশ।

এসব তথ্য জানাচ্ছে, বিভিন্ন দেশে যুদ্ধ এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে তৈরি পোশাক খাতের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বদলে যাচ্ছে। তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ দেশের অর্থনীতি। এ সংকটের যে ভার, তার অনেক বড় অংশ টানতে হবে দেশের পোশাকশ্রমিকদের; যাঁদের মধ্যে অর্ধেকের বেশি নারী।

থ্রিলারের জগতে নারীরা

৩৫টি ভাষায় অনুবাদ হয়েছে যাঁর বই

গাড়ির উইন্ডশিল্ড ওয়াইপার আবিষ্কারকের জন্মদিন আজ

নিজের প্রশংসা করুন সাফল্য উদ্‌যাপন করুন

যে অক্ষমতা প্রতিবন্ধকতা হয়ে ওঠেনি

৬০ বছর বয়সে আইন পেশায় এলিজাবেথ

শিল্পীদের মূল্যায়ন হোক কাজের মাধ্যমে

অপমানজনক পোস্ট, ট্রলিং, ছবি বিকৃত করা, ব্যক্তিগত তথ্য প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ

যে বেতার কথা বলে নারীদের জন্য

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে ‘সমৃদ্ধি’