হোম > নারী

এক মাসে ২০৫ নারী ও কন্যা নির্যাতনের শিকার

ফিচার ডেস্ক

চলতি বছরের শুরুর মাসে ৮৫ কন্যা এবং ১২০ নারী নির্যাতনের শিকার হয়েছেন। নারী ও কন্যাশিশু নির্যাতন-বিষয়ক মাসিক জরিপে এমন তথ্য দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি মাসে মোট ২০৫ নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন।

মহিলা পরিষদের জরিপ অনুযায়ী, জানুয়ারি মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৪২ কন্যাসহ ৬৭ নারী। নিপীড়নের শিকার হয়েছেন আটজনের মধ্যে চার কন্যা। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে একজন কন্যা। অ্যাসিডদগ্ধের কারণে দুজন এবং অগ্নিদগ্ধের কারণে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন দুজন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২১ জন। তাঁদের মধ্যে দুজন কন্যা।

দুই গৃহকর্মীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন হত্যার শিকার হয়েছেন। বিভিন্ন কারণে ১১ জন কন্যাসহ ৪৯ জনকে হত্যা করা হয়েছে।

অপহরণের ঘটনার শিকার হয়েছেন তিন কন্যাসহ পাঁচজন। এ ছাড়া সাত কন্যা অপহরণের চেষ্টার শিকার হয়েছে। এক কন্যাসহ দুজন সাইবার অপরাধের শিকার হয়েছেন। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে দুটি। বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে তিনটি।

এ ছাড়া দুই কন্যাসহ সাতজন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

রোকেয়াকে ‘মুরতাদ’ বলা রাবি শিক্ষকের অপসারণ চায় মহিলা পরিষদ

ল্যানসেটের গবেষণা: শৈশবে ১০০ কোটি মানুষ যৌন সহিংসতার শিকার

মোবাইল ফোনের ক্যামেরায় জীবনের গল্প

যৌতুক দাবি ও গ্রহণ করা এবং যৌতুকের জন্য চাপ দেওয়া দণ্ডনীয় অপরাধ

মোটরবাইকপ্রেমী নারীদের যাত্রা

কবি বাবার উদ্ভাবক কন্যা

জুলাই অভ্যুত্থানে বেগম রোকেয়া ছিলেন প্রেরণা হয়ে: নাহিদ ইসলাম

যৌনকর্মীদের মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রীয় দায়িত্ব নিশ্চিতের দাবি সংহতির

দিলরুবা হক মিলি: বনরক্ষী এক নারীর গল্প

অতীতের আলো, বর্তমানের অন্ধকার