নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সৌন্দর্য তার নিজের ক্ষমতায় অনেক অন্ধকার দূর করতে পারে। এমন ইতিবাচক ভাবনা থেকে পুরো পৃথিবীতে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। তেমনই একটি প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’। এটি আমেরিকায় শুরু হয়েছিল ১৯৫২ সালের ২৮ জুন। ১৯৫৫ সালে প্রতিযোগিতাটি টেলিভিশনে প্রচার শুরু হয়।
প্রথম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় নিউইয়র্কের ক্যালিফোর্নিয়ায়। ফিনল্যান্ডের আরমি কুসেলা বিশ্বের প্রথম মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছিলেন।
মিস ইউনিভার্স নামে একটি প্রতিষ্ঠান এটি পরিচালনা করে। এর সদর দপ্তর নিউইয়র্কে। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো মানবতাবাদী ও বিশ্বের ইতিবাচক পরিবর্তনের কণ্ঠস্বর হয়ে ওঠা। এখানে নারীদের শুধু সৌন্দর্যের ওপর নয়, তাদের শরীরী ভাষা, রসবোধ, জ্ঞান, দৃষ্টি ও অন্যান্য প্রতিভাও বিচার করা হয়।
‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রার্থীর বয়স হতে হয় ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। এর পাশাপাশি প্রার্থীকে জাতীয় পর্যায়ের সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হতে হবে। বর্তমানে মিস ইউনিভার্সের প্রেসিডেন্ট পলা শোগার্ট। প্রতিযোগিতাটি ১৯০টিরও বেশি দেশের ৫০০ মিলিয়ন দর্শক দেখে আনন্দ পান।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি খেতাব নিয়ে এগিয়ে রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলা এবং তৃতীয় স্থানে ফিলিপাইন।