Ajker Patrika
হোম > নারী > আইনি পরামর্শ

আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে

আজকের পত্রিকা ডেস্ক

আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে

প্রশ্ন: আমি বিবাহিত এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আমার বড় ভাই আছেন। মা-বাবা মারা যাওয়ার পর বড় ভাইয়ের পরিবার আমার সঙ্গে যোগাযোগ করছে না। এমনকি বড় ভাই ফোন ধরেন না। আমার জানার বিষয় ছিল, বাবার সম্পত্তিতে আমি কত অংশ পাব? আমি কীভাবে এই সম্পত্তি পেতে পারি?

নাবিলা, বগুড়া

উওর: আপনার দাদা-দাদি জীবিত আছেন কি না, সেটা বলেননি। যদি দাদা-দাদি জীবিত না থাকেন, তাহলে বাবার সম্পত্তিতে আপনি তিন ভাগের এক ভাগ পাবেন। আর দাদা-দাদি জীবিত থাকলে আপনি পুরো সম্পত্তির ১৮ ভাগের ৪ ভাগ পাবেন। সম্পত্তি পাওয়ার জন্য নিজেদের মধ্যে আপস বণ্টন করে নিতে পারেন। সেটা সম্ভব না হলে বাঁটোয়ারা মোকদ্দমা করতে হবে।

প্রশ্ন: মা-বাবা মারা যাওয়ার আগে আমাদের জায়গাজমি, ভিটেমাটি সমান অংশে ভাগ করে দিয়ে গেছেন। ভিটেমাটি ভাগ করার পর আমার বড় ভাই তাঁর এক সন্তান রেখে মারা যান। কয়েক মাস পর আমার ভাবি তাঁদের অংশে বাড়ি নির্মাণ করেন। কিন্তু তিনি এমনভাবে বাড়ি তৈরি করেছেন, তাতে আমার চলাচলে অসুবিধা হচ্ছে। চলাচলের জন্য তিনি রাস্তা দিচ্ছেন না। আমি একজন কর্মজীবী নারী। এখন কী করতে পারি? জমির অংশ পরিবর্তন করতে পারব কি?

সালমা, নোয়াখালী

উত্তর: আপনাদের মধ্যে বাঁটোয়ারা হয়ে থাকলে সেই অনুযায়ী ভোগদখল করতে পারেন। চলাচলের সুবিধার জন্য আপনি ইজমেন্টস অ্যাক্ট অনুযায়ী মোকদ্দমা করতে পারবেন।

পরামর্শ দিয়েছেন: তান্ইয়া নাহার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

অপমানজনক পোস্ট, ট্রলিং, ছবি বিকৃত করা, ব্যক্তিগত তথ্য প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ

সঠিকভাবে আইনগত পদক্ষেপ নিলে অধিকার সুরক্ষিত হবে

নারীদের তালাক দেওয়ার অধিকার আছে

সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিতের দাবি

নারীর এগিয়ে যেতে যে আইনগুলো দরকার

নির্যাতিত নারী সরাসরি আদালতে মামলার আবেদন করতে পারেন

আপসে সম্পত্তি ভাগ না হলে বণ্টননামার মামলা করা যায়

স্বামীর শারীরিক নির্যাতন প্রতিরোধে নারীর আইনি সহায়তাগুলো কী

স্বামী মারা যাওয়ার পর স্ত্রী-সন্তানের সম্পত্তির অধিকার কতটুকু?

সরকারি আইনজীবীর জন্য ব্যয় নেই