Ajker Patrika
হোম > নারী > আইনি পরামর্শ

সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিতের দাবি

অনলাইন ডেস্ক

সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিতের দাবি
ছবি: সংগৃহীত

দেশে প্রচলিত আইনে উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা যে সম্পত্তি পায়, মেয়েরা পায় তার অর্ধেক। কিন্তু বাস্তবে তাদের সেটুকুও দেওয়া হয় না। সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠিত না হওয়ায় প্রতিটি ক্ষেত্রে তাদের বৈষম্যের শিকার হতে হয়। রোববার রাজধানীর একটি হোটেলে ‘আন্তপ্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।

ইউএন উইমেনের সহযোগিতায় বাংলাদেশ মহিলা পরিষদ এবং বহ্নিশিখা যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করে। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, ‘জেন্ডার জাস্টিস প্রতিষ্ঠার জন্য সারা পৃথিবীতে নারী আন্দোলন অবিরাম প্রচেষ্টা চালাচ্ছে, আমরা সম্মিলিতভাবে অগ্রসর হতে চাই।’

ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, ‘আমাদের মেনে নেওয়ার সংস্কৃতি থেকে বের হতে হবে।’

নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির বলেন, ‘ভূমি সংস্কার আইনের অধীনে খাসজমির মালিকানা নারীবান্ধব করতে হবে।’

বহ্নিশিখার পরিচালক সামিনা ইয়াসমিন বলেন, ‘নারী আন্দোলনকে এগিয়ে নিতে প্রজন্মের সঙ্গে প্রজন্ম একত্র হয়ে কাজ করা জরুরি।’

দাবিনামা তৈরিতে মূল লক্ষ্য ছিল শিক্ষা, জেন্ডারভিত্তিক সহিংসতা, প্রজননস্বাস্থ্য, আইনি সংস্কার, অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জেন্ডার রেসপনসিভ বাজেট, সুশাসন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার তুলে ধরা।

অপমানজনক পোস্ট, ট্রলিং, ছবি বিকৃত করা, ব্যক্তিগত তথ্য প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ

সঠিকভাবে আইনগত পদক্ষেপ নিলে অধিকার সুরক্ষিত হবে

নারীদের তালাক দেওয়ার অধিকার আছে

নারীর এগিয়ে যেতে যে আইনগুলো দরকার

নির্যাতিত নারী সরাসরি আদালতে মামলার আবেদন করতে পারেন

আপসে সম্পত্তি ভাগ না হলে বণ্টননামার মামলা করা যায়

স্বামীর শারীরিক নির্যাতন প্রতিরোধে নারীর আইনি সহায়তাগুলো কী

স্বামী মারা যাওয়ার পর স্ত্রী-সন্তানের সম্পত্তির অধিকার কতটুকু?

সরকারি আইনজীবীর জন্য ব্যয় নেই

কল্যাণ বিবেচনায় মাও সন্তানের অভিভাবকত্ব পেতে পারেন