হোম > আড্ডা

বুড়িগঙ্গার তীরে ছোট কাটরা

সম্পাদকীয়

ছবি: সংগৃহীত

আনুমানিক ১৬৬৩ থেকে ১৬৬৪ সালের দিকে হাকিম হাবিবুর রহমান লেনে বড় কাটরার আদলে কিন্তু আকৃতিতে ছোট ইমারতের নির্মাণকাজ শুরু হয় এবং শেষ হয় ১৬৭১ সালে। ইমারতটি পরিচিত ছোট কাটরা নামে। শায়েস্তা খাঁর আমলে এটি নির্মিত হয়েছিল সরাইখানা বা প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য। ১৮১৬ সালে খ্রিষ্টান ধর্মপ্রচারক লিওনার্দ এখানে খুলেছিলেন ঢাকার প্রথম ইংরেজি স্কুল। ১৮৫৭ সালে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকার প্রথম নরমাল স্কুল। উনিশ শতকের শেষে অথবা বিশ শতকের শুরুর দিকে যখন এর দখল ছিল নবাব পরিবারের কাছে, তখন এখানে হতো কয়লা ও চুনার কারখানার কাজ। একসময় এখানে ছিল বিবি চম্পার স্মৃতিসৌধ। ছোট কাটরা এখন ধ্বংসপ্রায়। চার্লস ডি’ওয়ইলির আঁকা এই ছবিটি না দেখলে ছোট কাটরার সৌন্দর্য সম্পর্কে অজ্ঞাতই থাকতে হতো!

ছবি: সংগৃহীত

দ্য স্টারি নাইট

হুমায়ুন আজাদের লেখালেখি

কান্তনগরের কান্তজিউ মন্দির

মৃধার মসজিদ নাকি জিনের মসজিদ!

একাত্তর বছর বয়সী স্টেডিয়াম

নাসির আলী মামুন ও পোরট্রেট ফটোগ্রাফি

নওয়াবদের প্রাসাদ আহসান মঞ্জিল

বছরের শেষ রাত, আনন্দের নামে কি আমরা নির্দয়তার দায় বইব?

মণি সিংহ

রোম্যাঁ রোলাঁ

সেকশন