রজব বকশী
জীবন চলার পথে কত ইচ্ছে হাতছানি দেয়
সব ইচ্ছে পূরণ হয় না
তবু রঙিন রঙিন
কত ইচ্ছে ডানা মেলে ওড়ে বহুদূর
বেয়াদব ইচ্ছেগুলো ঝুঁকিপূর্ণ জটলা পাকায়
উগ্রবাদী ইচ্ছেগুলো নির্বাসনে পাঠানো জরুরি
পাখা গজানো ইচ্ছেরা
স্বেচ্ছায় আগুনে পুড়ে ছাই
এই মনের গহিন বনে বার্তা আসে
নিয়ন্ত্রণের লাগাম এখন পর্যন্ত
হাতের মুঠোয়
নাচন মুদ্রায়
যে ইচ্ছেগুলোর মানবিকতার স্বপ্নডিম আছে
সেগুলো ফুটিয়ে নিতে তা দিচ্ছে প্রণয়