হোম > শিল্প-সাহিত্য

সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় চারুশিল্পীদের এগিয়ে আসতে আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রেসক্লাবে বাংলাদেশ চারুশিল্পী পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে বক্তারা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চারুশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সাত্তার বলেছেন, বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে চারুশিল্পীদের ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে শিল্প হলো সভ্যতার মুখচ্ছবি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ চারুশিল্পী পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সম্মেলনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় চারুশিল্পীদের ভূমিকা রাখতে হবে। আমাদের দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বিশ্বাসী শিল্পীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, চারুশিল্প হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম। একটি ছবি একটি বিপ্লবের উন্মেষ ঘটাতে পারে। ছবি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিপ্লবের বার্তাও নিয়ে আসে।

চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান ফকির, সাবেক চেয়ারম্যান প্রাচ্যকলা বিভাগ অধ্যাপক আব্দুল আজিজ, গীতিকার ও শিল্প সাহিত্য গবেষক ড. আ জ ম ওবায়দুল্লাহ, বিসিএর সভাপতি আবেদুর রহমান, বাচিক শিল্পী শরীফ বায়েজীদ মাহমুদ, লেখক ও গবেষক ড. মোস্তফা মনোয়ার, সেক্রেটারি চারুশিল্পী পরিষদ ড. আব্দুর রহীম, সাংবাদিক ও কথা সাহিত্যিক হারুন ইবনে শাহাদাত উপস্থিত ছিলেন।

মোফাচ্ছির আহমদ ফয়েজীর উপস্থাপনায় অনুষ্ঠান শেষে চারুশিল্পী পরিষদের ১৭ সদস্যের পরিচালনা কমিটি ও ছয় সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

প্রকাশিত হলো হিমালয় পাই এর নতুন বই ‘ডিটাচমেন্ট টু ডিপার্চার’

জাতীয় কবিতা উৎসব ১ ও ২ ফেব্রুয়ারি

বাংলা একাডেমির ফেলোশিপ-পুরস্কার পাচ্ছেন যাঁরা

বামিহাল সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৭ জন

ভেন্যু বরাদ্দ বাতিল, অনিশ্চয়তায় এবারের ফোক ফেস্ট

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

চিত্র চেতনায় চব্বিশের গণ–অভ্যুত্থান, বিজয় দিবসে প্রদর্শনী

‘এ পৃথিবী একবার পায় তারে’

শিল্পকলায় মুগ্ধতা ছড়ালেন দড়াবাজরা

সেকশন