Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সিলেটে আবারও ছাত্রলীগের ঝটিকা মিছিল

সিলেট প্রতিনিধি

সিলেটে আবারও ছাত্রলীগের ঝটিকা মিছিল
সিলেট মহানগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: আজকের পত্রিকা

সিলেটে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। আজ বুধবার নগরীর ধোপাদীঘিরপাড়ের সিটি করপোরেশন জামে মসজিদ এলাকায় এ মিছিল করতে দেখা গেছে। এর আগেও নগরীতে মিছিল ও লিফলেট বিতরণ করতে দেখা যায় ছাত্রলীগকে।

জানা যায়, সকালে নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় ১৫-২০ জনের একটি দল ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে। ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তাঁর নামে স্লোগান দিতেও শোনা যায়।

পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে।

অপর দিকে এদিন ছাত্রদলের নেতা-কর্মীরা নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মিছিলের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। নিষিদ্ধ সংগঠনটি চোরাগোপ্তা বা ঝটিকা মিছিল করে লোকচক্ষুর আড়াল হয়ে যায়।

‘আমরা ভিডিও দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করছি। এ ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে। আর দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তারা আসলেই ছিল কি না, সবকিছু খুঁজে দেখছি।’

আট মাসে পাঁচ খুনে জড়িত একই গ্যাং

১৪ মাসের কাজ শেষ হয়নি তিন বছরেও

স্কুলমাঠ দখল করে হাট, পাঠদানে বিঘ্ন

ইউএনওর সামনে অস্ত্রের মহড়া বালু তুলছে বিএনপি-ছাত্রদল

মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’—লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

বনানী থেকে সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎

উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত, আহত ২

উত্তরায় অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবক গ্রেপ্তার

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ