Ajker Patrika
হোম > সারা দেশ

মতলব দক্ষিণে বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে গেল ১২ ব্যবসাপ্রতিষ্ঠান

চাঁদপুর প্রতিনিধি

মতলব দক্ষিণে বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে গেল ১২ ব্যবসাপ্রতিষ্ঠান
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে আজ শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে আগুন লেগে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, ভোর ৪টার দিকে বাজারের আবদুল বাতেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নেভানোর কাজ করেন। ততক্ষণে বাজারের ১২টি দোকান পুড়ে যায়। তবে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান আগুন থেকে রক্ষা পায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি। পুড়ে যাওয়া দোকানের ব্যবসায়ীরা বলছেন, আগুনে তাঁদের সব মিলিয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে আজ শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে আজ শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান। ছবি: আজকের পত্রিকা

ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আবদুল বাতের চায়ের দোকান, নুরু বকাউলের ভাতের হোটেল, আনাসের মিষ্টির দোকান, আলী আহমেদের ফলের দোকান, হেলালের মুদি দোকান, হাশিম স্টোর ও কসমেটিকস, নয়নের মিষ্টির দোকান, শরীফের মোবাইল ফোনের দোকান, সাজুর পানের দোকান ও নুরুর ফলের দোকান।

মতলব দক্ষিণের ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

আট মাসে পাঁচ খুনে জড়িত একই গ্যাং

১৪ মাসের কাজ শেষ হয়নি তিন বছরেও

স্কুলমাঠ দখল করে হাট, পাঠদানে বিঘ্ন

ইউএনওর সামনে অস্ত্রের মহড়া বালু তুলছে বিএনপি-ছাত্রদল

মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’—লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

বনানী থেকে সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎

উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত, আহত ২

উত্তরায় অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবক গ্রেপ্তার

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ