হোম > সারা দেশ > খুলনা

ইবিতে আ.লীগ সরকারের সময় নিয়োগে অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ সরকারের সময় গত ১৫ বছরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কোনো দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগসংক্রান্ত  ২০০৯ সালের ৯ মার্চ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকদের চিহ্নিত পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৯০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন জমা দিতে বলা হয়।

অনুসন্ধান কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খানকে আহ্বায়ক এবং শরীর চর্চা ও শিক্ষা বিভাগের উপরেজিস্ট্রার মাছুদুল হক তালুকদারকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী।

এর আগে, গত জুলাই পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবি ছিল, বিগত সময়ের সব অনিয়ম যেন তদন্ত করে সামনে নিয়ে আসা হয়। তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছয় মাস পরে এ তদন্ত কমিটি গঠন করে দেয়।

শিশুদের ঝগড়া নিয়ে প্রতিপক্ষের হামলা, প্রবাসীর মৃত্যু

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

সাবেক ঢাবি ভিসি আরেফিন সিদ্দিকের স্মরণসভা করছে সাংবাদিকতা বিভাগ

এয়ারপোর্ট-আশকোনা এলাকার জলাবদ্ধতা নিরসনে একযোগে কাজ করবে সব সরকারি প্রতিষ্ঠান: ডিএনসিসি প্রশাসক

‘ঘুষের’ রেট নির্ধারণ: শরীয়তপুর আদালতের হটলাইন ও অভিযোগ বাক্স চালু

সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচনে দেরি করার সুযোগ নেই: দুলু

গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত কারাগারে

স্ত্রীদের নিয়ে ছেলেরা পেটালেন বৃদ্ধ মাকে, ব্যবস্থা নিচ্ছে না পুলিশ

৯ম ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ ১১ দাবি গণমাধ্যম শ্রমিক-কর্মচারীদের

লিবিয়ায় মানব পাচার চক্রের প্রধানসহ দুজন গ্রেপ্তার