Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ৭৭ হাজার জাল ভারতীয় রুপিসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে ৭৭ হাজার জাল ভারতীয় রুপিসহ দুজন গ্রেপ্তার
জব্দ করা ভারতীয় জাল রুপি, বাংলাদেশি জাল টাকা ও জাল নোট তৈরির প্রিন্টার। ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইদুর রহমান (৩২) ও মেহেদী হাসান (২৫)। এ সময় তাঁদের কাছ থেকে ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট ও ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার দেশি জাল নোটসহ একটি সিপিইউ, একটি মনিটর, জাল নোট তৈরির প্রিন্টারের ৮টি কালি, ১০০টি ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, একটি চক্র ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে গ্রেপ্তার করা হয়। চক্রের আরেক সদস্য পালিয়ে গেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানান তালেবুর রহমান।

কাশিয়ানীতে ধানখেতে পানি দেওয়া নিয়ে গৃহবধূ খুন

মৌলভীবাজারে সাংবাদিকের ওপর হামলা

‘নারীর পোশাক নয়, ধর্ষণের অন্যতম কারণ পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি’

নরসিংদীতে রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর

খুলনায় চরমপন্থী দলের সদস্যকে কুপিয়ে জখম

বনশ্রীতে শিশু ধর্ষণে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

নিউইয়র্কে আ.লীগ নেতা গোলাপের ৯ ফ্ল্যাট-বাড়ি, অর্থপাচারের মামলা দুদকের

সিলেটের সেই এসপিকে সরিয়ে দেওয়া হলো

বার্ন ইনস্টিটিউটের ১৬ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

শ্রীপুরে কারখানায় নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি