Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

জাবি প্রতিনিধি 

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

জুলাই আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মদদ দেওয়ার অভিযোগে ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তা ছাড়া উপাচার্য ও রেজিস্ট্রারের পেনশন-সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, অধ্যাপক ইসরাফিল আহমেদ রঙ্গন, সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, অধ্যাপক বশির আহমেদ, সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান, অধ্যাপক হোসনে আরা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার ও অধ্যাপক মো. তাজউদ্দিন সিকদার।

গতকাল সোমবার রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন। এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।

এ ছাড়া হামলায় সংশ্লিষ্টতার মাত্রা নির্ধারণের জন্য আরও ১০ জন শিক্ষকের বিরুদ্ধে স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি হামলায় জড়িত থাকার অভিযোগে দুই কর্মকর্তা নাহিদুর রহমান খান ও রাজীব চক্রবর্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মচারী মুহসিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে যাওয়ায় তাঁদের পেনশন-সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর পড়ুন:

‘গায়েবি’ মামলার আসামি প্রবাসী, সরকারি কর্মকর্তা

প্রকল্পের মেয়াদ শেষকাজ শুরুর আগেই

সওজের জমি দখল করে সাইনবোর্ড, মাটি ভরাট

উত্তরায় ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জন গ্রেপ্তার

বরিশালে নাহিদের উপস্থিতিতে এনসিপির দুই পক্ষের হাতাহাতি

গুলশান শুটিং ক্লাবের সামনে মাথায় গুলি করে যুবককে হত্যা

ঠাকুরগাঁওয়ে অপহৃত মিলনের লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে আগুন

রাজশাহীতে ভিজিএফের ২৫০০ কেজি চাল জব্দ, সরে পড়লেন ইউপি চেয়ারম্যান

গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক হলেন আওয়ামী লীগ নেতা

হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ৫ সদস্যের তদন্ত কমিটি