হোম > সারা দেশ > খুলনা

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবদল নেতার মৃত্যু, আটক ১

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মানিক হাওলাদার নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মানিক নগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি এবং নগরীর পুরোনো রেলওয়ে কলোনির নুর মোহাম্মদের ছেলে।

এর আগে দুপুরে প্রকাশ্যে সন্ত্রাসীরা নগরীর ৫ নম্বর ঘাট এলাকায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তৎক্ষণাৎ পুলিশ সাজ্জাত নামের এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মাদ আহসান হাবিব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে নগরীর ৫ নম্বর ঘাট এলাকায় যুবদল নেতা মানিক বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ছুরি দিয়ে তাঁর বুকে, পিঠে ও পেটে এলোপাতাড়ি আঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় তাঁর মৃত্যু হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, মাদকসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

হাতে ওয়াকিটকি নিয়ে চাঁদাবাজি, ২ ভুয়া ডিবি-এনএসআই সদস্য আটক

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

তানজিমের মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে ফুসফুস ক্ষতবিক্ষত করা হয়: চার্জশিট

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

অধ্যক্ষের অপসারণ দাবি, রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

সেকশন