হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডাকাতি থেকে চাঁদপুরে জাহাজে হতাহতের ঘটনা, ধারণা পুলিশের

চাঁদপুর প্রতিনিধি

আল বাখেরাহ জাহাজ থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে আল বাখেরাহ জাহাজে ডাকাতির সময় পাঁচজনের গলাকাটা হয়। এছাড়া বাকি তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। চাঁদপুর নৌ পুলিশ আজ সোমবার বিকেলে স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানিয়েছে।

এর আগে দুপুরে উপজেলার গাজীপুর ও ঈশান বলার সীমান্ত এলাকার ওই জাহাজ থেকে পাঁচজনের মরদেহ ও গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কোস্টগার্ড।

ঘটনাস্থল থেকে কোস্টগার্ড ও নৌপুলিশ সদস্যরা লাশ উদ্ধার করেন। ছবি: আজকের পত্রিকা

আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে জাহাজটি ঘটনাস্থলে এসে অবস্থান নেয়। সেখানে ডাকাত দল ঢুকে পাঁচজনকে গলা কেটে হত্যা করে এবং তিনজনকে কুপিয়ে জখম করে।

আহত তিনজনকে কোস্ট গার্ডের একটি দল জাহাজ থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এর মধ্যে জুয়েল নামে একজনের গলাকাটা অবস্থায় রয়েছে। বাকি দুজনের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাদের চিকিৎসা চলছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

সেকশন