হোম > সারা দেশ > রংপুর

৩৭ লাখ টাকাসহ আটক প্রকৌশলীকে মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ

নাটোর প্রতিনিধি 

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পাওয়া টাকা। ছবি: আজকের পত্রিকা

প্রাইভেট কার ও প্রায় ৩৭ লাখ টাকাসহ আটক গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্নীতি দমন কমিশন (দুদক) বা আদালত তলব করলে যথাসময়ে হাজির হতে হবে—এমন মুচলেকা নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যার আগে ছাবিউলকে নাটোরের সিংড়া থানা থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নির্বাহী প্রকৌশলী ছাবিউল টাকাগুলো নিজের বলে দাবি করেছেন। আমরা জিডি করে জব্দ তালিকামূলে তা দুদক ও আদালতে পাঠাব। এটা যে তাঁর টাকা, তা তিনি সেখান থেকে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্নীতি দমন কমিশন (দুদক) বা আদালত তলব করলে তাঁকে যথাসময়ে হাজির হতে হবে এমন মুচলেকা নিয়ে তাঁকে সন্ধ্যার আগে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

উল্লেখ, গত বৃহস্পতিবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া চলনবিল গেট এলাকায় পুলিশ ছাবিউলের প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে। তবে ছাবিউল পুলিশকে জানান, এই টাকা জমি বিক্রির এবং গাইবান্ধা থেকে তা নিয়ে তিনি রাজশাহী নগরীর নিজ বাসায় যাচ্ছিলেন।

ঈদের আগে খোঁড়াখুঁড়ি কেনাবেচায় ভোগান্তি

১০০ থেকে ৫০০ তুলে দেওয়া হয় ২০ টাকা

আত্মীয়দেরই শুধু চেনেন প্রকৌশলী রাশেদুল

এমপিদের আনা ৫টি গাড়ি কিনতে চায় চট্টগ্রাম বন্দর

মুক্তির হাতে জিম্মি বিএডিসি

বৈধ হলে বাড়বে আরও বিশৃঙ্খলা

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে চারজন গ্রেপ্তার

কুষ্টিয়ার ২০ প্রতারণা মামলার আসামি হাফিজুর ঢাকায় গ্রেপ্তার

প্রাণ গোপালের মেয়েকে হেনস্তাচেষ্টার ঘটনায় শাহবাগ থানায় জিডি

লঞ্চে নবজাতকের জন্ম, আজীবন ফ্রি যাতায়াত