Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাস ডাকাতির পর ২ যাত্রীকে ধর্ষণ, চালকসহ গ্রেপ্তার ৩

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বাস ডাকাতির পর ২ যাত্রীকে ধর্ষণ, চালকসহ গ্রেপ্তার ৩

বাস ডাকাতির পর দুই যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ডাকাতদের বিরুদ্ধে। এ ঘটনায় নাটোরের বড়াইগ্রাম থেকে তিনজনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার রাতে গাজীপুরের চান্দুরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনে এ ঘটনা ঘটে।

বাসযাত্রী মজনু আকন্দ জানান, রাত ১০টার দিকে বাসটি গাবতলী বাসস্ট্যান্ড থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। কিছু সময় পরই আটজন ডাকাত দেশীয় অস্ত্র—চাকু, ছুরি ও পিস্তল নিয়ে চালক, সহকারী, সুপারভাইজারসহ যাত্রীদের জিম্মি করে ফেলে। তারা ৪০-৫০ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় দুই নারী যাত্রীকে ধর্ষণ করে।

ডাকাতেরা বাসটিকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় নির্জন স্থানে থামিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি মির্জাপুর থানাকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ চারজন যাত্রী নাটোরের বড়াইগ্রামের থানা মোড় এলাকায় বাসটি আটকে পুলিশকে খবর দেন।

পুলিশ বাসটি জব্দ করে চালক বাবলু আলী (৩০), চালকের সহকারী মাহবুব আলম (২৮) ও সুপারভাইজার সুমন ইসলামকে (৩৩) আটক করে থানায় নিয়ে যায়।

যাত্রী ওমর আলী অভিযোগ করেন, ডাকাতদের সহায়তা করেছেন বাসের চালক ও তাঁর সহযোগীরা। তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বড়াইগ্রাম থানার পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, বাস ও তিনজনকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আগৈলঝাড়ায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে তরুণ নিহত

আট মাসে পাঁচ খুনে জড়িত একই গ্যাং

১৪ মাসের কাজ শেষ হয়নি তিন বছরেও

স্কুলমাঠ দখল করে হাট, পাঠদানে বিঘ্ন

ইউএনওর সামনে অস্ত্রের মহড়া বালু তুলছে বিএনপি-ছাত্রদল

মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’—লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

বনানী থেকে সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎

উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত, আহত ২

উত্তরায় অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবক গ্রেপ্তার