Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় বিএনপি-এনসিপির সংঘর্ষে আহত হান্নান মাসউদ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় বিএনপি-এনসিপির সংঘর্ষে আহত হান্নান মাসউদ
হাতিয়ায় হামলায় আহত এনসিপি নেতা হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধাওয়া পাল্টার ঘটনা ঘটেছে। এতে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহত অবস্থায় আব্দুল হান্নান মাসুদসহ এনসিপির তিন কর্মীকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যার পর উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। এনসিপির আহত তিন কর্মী হলেন তুহিন, নিরব ও সুমন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি মো. ইউছুফ জানান, সন্ধ্যার পর তাঁদের পূর্বনির্ধারিত পথসভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে যথাসময়ে আব্দুল হান্নান মাসউদ বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় ৩০-৪০ জনের একটি গ্রুপ এসে আব্দুল হান্নান মাসউদের পথসভায় বাধা দেয়। হান্নানের সঙ্গে থাকা লোকজন তাঁদের ধাওয়া দেয়।

নোয়াখালীর হাতিয়ায় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা দেওয়ার প্রতিবাদে রাস্তায় বসে অবস্থান কর্মসূচি শুরু করেন দলের নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
নোয়াখালীর হাতিয়ায় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা দেওয়ার প্রতিবাদে রাস্তায় বসে অবস্থান কর্মসূচি শুরু করেন দলের নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

এই ঘটনায় পর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। এতে মাথায় ইট লেগে আব্দুল হান্নান মাসুদ আহত হন। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করছেন দলের নেতা-কর্মীরা। ঘটনার জন্য স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেন এনসিপির নেতারা।

এ বিষয়ে জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে আব্দুল হান্নান মাসউদের পথসভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজনা দেখা দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯টায়ও আব্দুল হান্নান মাসউদ তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘আমি জাহাজমারার উদ্দেশে রওনা হয়েছি। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।’

চট্টগ্রামে দুই খুন: পুলিশের কাছে গিয়ে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন হতাহতরা

সংঘর্ষ ও খুনের পর মিরসরাইয়ে বিএনপির ৩ কমিটি স্থগিত

রাজধানীর ডেমরায় নিজের ঘরে মিলল বিধবার অর্ধগলিত লাশ

বরিশালে দুই শিশুকে ধর্ষণ, যুবককে গণপিটুনি

মদন উপজেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

কুয়াকাটায় ৬ লাখ পর্যটক আগমনের আশা ব্যবসায়ীদের

নড়াইলে শ্রমিকনেতাকে পিটিয়ে হত্যা

ভোলায় ৩০০ যাত্রী নিয়ে ডুবোচরে আটকা নৌযান

সর্বজনীন হয়ে উঠেছে রাজধানীসহ সারা দেশে ‘সবার জন‍্য ইফতার’

কালিয়াকৈরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, হামলায় বনকর্মী আহত