শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় শ্বশুরবাড়িতে নিজের ঘর থেকে মাহফুজা বেগম লিপি (৪৫) এক বিধবার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ঘরের সামনের কেচি গেট ও দরজা খোলা অবস্থায় পায় তারা। ওই নারীর মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় ছিল। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা-পুলিশ।
আজ রোববার বিকেলে টিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ডের পাড়া ডগাইর নতুন পাড়া এলাকার ৫২৪ নম্বর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিহতের প্রয়োজনীয় নমুনা সংগ্রহসহ জরুরি আলামত সংগ্রহ করেছে।
নিহতের ছোট বোন ফারজানা ও বাবা নূর মোহাম্মদ বলেন, ফারজানা ঢাকার মালিবাগ ও নূর মোহাম্মদ যাত্রাবাড়ী এলাকায় থাকেন। গত তিন দিন ধরে মৃত লিপি তাঁদের ফোন ধরছিলেন না। পরে আজ তাঁরা ডেমরায় এসে থানা-পুলিশকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন লিপি বিছানায় বালিশ চাপা অবস্থায় শোয়া।
নিহতের স্বজনেরা আরও বলেন, গত ১০-১২ বছর আগে লিপির স্বামী মারা যায়। তারপর থেকে সে একাই ওই বাড়িতে বসবাস করে আসছিল। তবে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। তাদের ধারণা- তারা জমি সংক্রান্ত এই বিরোধের কারণে লিপিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে দেখা গেছে- নিচের ঘরের কেচিগেটসহ দরজা খোলা। মৃতের মুখের ওপর বালিশ চাপা দেওয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মরদেহের ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। এ বিষয়ে ডেমরা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।’
রাজধানীর ডেমরায় শ্বশুরবাড়িতে নিজের ঘর থেকে মাহফুজা বেগম লিপি (৪৫) এক বিধবার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ঘরের সামনের কেচি গেট ও দরজা খোলা অবস্থায় পায় তারা। ওই নারীর মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় ছিল। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা-পুলিশ।
আজ রোববার বিকেলে টিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ডের পাড়া ডগাইর নতুন পাড়া এলাকার ৫২৪ নম্বর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিহতের প্রয়োজনীয় নমুনা সংগ্রহসহ জরুরি আলামত সংগ্রহ করেছে।
নিহতের ছোট বোন ফারজানা ও বাবা নূর মোহাম্মদ বলেন, ফারজানা ঢাকার মালিবাগ ও নূর মোহাম্মদ যাত্রাবাড়ী এলাকায় থাকেন। গত তিন দিন ধরে মৃত লিপি তাঁদের ফোন ধরছিলেন না। পরে আজ তাঁরা ডেমরায় এসে থানা-পুলিশকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন লিপি বিছানায় বালিশ চাপা অবস্থায় শোয়া।
নিহতের স্বজনেরা আরও বলেন, গত ১০-১২ বছর আগে লিপির স্বামী মারা যায়। তারপর থেকে সে একাই ওই বাড়িতে বসবাস করে আসছিল। তবে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। তাদের ধারণা- তারা জমি সংক্রান্ত এই বিরোধের কারণে লিপিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে দেখা গেছে- নিচের ঘরের কেচিগেটসহ দরজা খোলা। মৃতের মুখের ওপর বালিশ চাপা দেওয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মরদেহের ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। এ বিষয়ে ডেমরা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।’
টিকটক ভিডিও করতে গিয়ে সিলেটের দক্ষিণ সুরমায় ছাদ থেকে পড়ে সাকিব (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেশরীয়তপুরের ভেদরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর এবার তাঁর বাড়ি ভাঙচুর ও লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরভাগা মধ্য ঢালীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেডুমুরিয়া খর্নিয়া ও আটলিয়া ইউনিয়নে পাউবোর বিকল্প বেড়িবাঁধ ভেঙে হরি নদীর জোয়ারের পানিতে শতাধিক বসতবাড়ি প্লাবিত হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে এ অবস্থার সৃষ্টি হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, বিস্তৃত এলাকা প্লাবিত হয়েছে।
৪২ মিনিট আগেকুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় অটোরিকশা আটকে দম্পতিকে হয়রানির অভিযোগে হওয়া মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী এক ছাত্র প্রতিনিধিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে সংগঠনের জেলা শাখার দপ্তর সেলের সম্পাদক লোকমান হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে কুড়িগ্রা
১ ঘণ্টা আগে