Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ১

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ১
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের লিচুপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাঁরা হলেন ওই গ্রামের মহরম আলীর স্ত্রী লাকি বেগম (২৬) ও তাঁদের মেয়ে মরিয়ম (৬)। এ ঘটনায় মহরম আলীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাকি বেগম মহরমের দ্বিতীয় স্ত্রী। বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই মধ্যে আজ দুপুরে লাকি বেগম ও তাঁর মেয়ে মরিয়ম একই রশিতে গলায় দড়ি দিয়েছে বলে গুঞ্জন ওঠে স্থানীদের মধ্যে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য মহরমকে আটক করে।

স্থানীয়রা বলেছেন, লাকি বেগমের সঙ্গে কারও বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে তাঁর স্বামী সন্দেহ করতেন। সে কারণে তাঁকে মারধর করায় সে আত্মহত্যা করতে পারে।

লাকি বেগমের মা মঞ্জিলা বেগম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মহরম আলী ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে বলে, ‘আজ তোর বেটিক মারতে মারতে মারি ফেলাম।’ পাশ থেকে মেয়ে বলে, ‘মা আমার চুলের মুঠি ধরে মারডাং করছে।’ মঞ্জিলা বেগমের দাবি, মহরম আলী তাঁর মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছে।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে বাড়ির বারান্দায় লাশ দুটি পড়ে থাকতে দেখি। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মহরম আলীকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘গায়েবি’ মামলার আসামি প্রবাসী, সরকারি কর্মকর্তা

প্রকল্পের মেয়াদ শেষকাজ শুরুর আগেই

সওজের জমি দখল করে সাইনবোর্ড, মাটি ভরাট

উত্তরায় ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জন গ্রেপ্তার

বরিশালে নাহিদের উপস্থিতিতে এনসিপির দুই পক্ষের হাতাহাতি

গুলশান শুটিং ক্লাবের সামনে মাথায় গুলি করে যুবককে হত্যা

ঠাকুরগাঁওয়ে অপহৃত মিলনের লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে আগুন

রাজশাহীতে ভিজিএফের ২৫০০ কেজি চাল জব্দ, সরে পড়লেন ইউপি চেয়ারম্যান

গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক হলেন আওয়ামী লীগ নেতা

হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ৫ সদস্যের তদন্ত কমিটি