Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু

ভোলা সংবাদদাতা

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু
প্রতীকী ছবি

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ (২৭) মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল বুধবার রাত ৯টায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয়, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ নিয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরউদ্দিন বাজার এলাকায় স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন রাশেদসহ ১০ জন।

পরে গুরুতর আহত রাশেদকে প্রথমে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হয়ে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে রাত ৯টার দিকে তিনি মারা যান। রাশেদ সাকুচিয়া এলাকার আবুল কালামের ছেলে। আহত অন্যরা চরফ্যাশন ও মনপুরায় চিকিৎসা নিচ্ছেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির রাশেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই রাতেই থানায় অভিযোগ দিয়েছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বরিশালে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

অতিরিক্ত ভাড়া আদায়: ঢাকার টার্মিনালগুলোতে দূরপাল্লার বাসের জরিমানা

৫ আগস্টের মতো বুদ্ধি দিয়ে নির্বাচন করবে তরুণেরা: এনসিপি নেতা নাসীরুদ্দীন

মিরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, পথচারী আরএফএল কর্মকর্তা নিহত

নেছারাবাদে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে মুক্তিযোদ্ধা

কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

‘টাকা যার, রাষ্ট্র তার, টাকা যার, অধিকার তার–এমন রাষ্ট্র চাইনি’

শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ

ছাত্রদলের কমিটি করার চেষ্টা, শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার