Ajker Patrika

বরিশালে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার রাতে নগরীর কলেজ এভিনিউতে এ ঘটনা ঘটে। আটক দুজন এর আগে হওয়া চারটি রাজনৈতিক মামলার আসামি।

সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গ্রেপ্তার এনায়েত ও রাকিব বরিশাল ছাত্রলীগের কর্মী ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারী।

বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ হুমায়ুন কবির বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা রাতে দেশবিরোধী পোস্টার সাঁটাচ্ছিলেন। এ দৃশ্য দেখতে পেয়ে ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁদের আটক করেন। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, তাঁদের বিরুদ্ধে হওয়া আগের চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় যে কারণে চীনের সঙ্গে পেরে উঠছে না ভারত

মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢাকা: প্রতিবাদে সংবাদ সম্মেলনে এনসিপিকে বৈষম্যবিরোধীদের বাধা

নির্বাচনে প্রার্থীর প্রচারে পোস্টার থাকছে না

মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

নেপালে রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের দাবিতে বিক্ষোভের পেছনে কারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত