Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি: নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি: নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
মো. বিল্লাল হাসান। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযানে নেমে নিখোঁজ বিজিবি সদস্য মো. বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের গোলারচর বঙ্গোপসাগরের মোহনা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আর আগে চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়।

বিল্লাল হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) টেকনাফের শাহপরীর দ্বীপের সীমান্ত ফাঁড়িতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিরতলা গ্রামের বজলুর রহমানের ছেলে।

এর আগে গতকাল শনিবার সকালে নাফ নদের মোহনা হয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য বিল্লাল।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার ভোররাতে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ায় বহনকারী নৌকায় উদ্ধার অভিযানে যান বিজিবি সদস্যরা। এ সময় উদ্ধার কার্যক্রম চালানোর সময় নিখোঁজ হন বিজিবি সদস্য বিল্লাল। ভাসমান অবস্থায় তাঁর মরদেহ পাওয়া গেছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নৌকাডুবির ঘটনায় শনিবার চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

সাবেক এসএসএফ ডিজি ও স্ত্রীর নামে ১২ প্লট ও জমি

চাঁদরাতের অপেক্ষায় তাঁরা

মেট্রোরেল এ বছর কমলাপুর যাচ্ছে না

মেয়রের দুর্নীতির তদন্ত থমকে আছে চার মাস

সুনামগঞ্জের বৌলাই নদীতে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু

বেতন-বোনাসের দাবিতে শ্রম ভবনের সামনে শ্রমিকদের অবস্থান ৮ এপ্রিল পর্যন্ত স্থগিত

শোলাকিয়া ঈদগাহ প্রস্তুত, থাকবে ৫ স্তরের নিরাপত্তা

বগুড়ায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় বৃদ্ধা নিহত

শেখ হাসিনার মতো আরেকজন নেমেছে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে: আমীর খসরু

দিয়াবাড়িতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জিএম হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার