হোম > সারা দেশ > খুলনা

যশোরে যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টা, মাদক ব্যবসা নিয়ে বিরোধের অভিযোগ

­যশোর প্রতিনিধি

যশোরে যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টা। ছবি: সংগৃহীত

যশোরে সম্রাট হোসেন (২৫) নামের এক যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আহত সম্রাট শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টা, অস্ত্র, মাদকসহ ছয়টি মামলা রয়েছে। মাদক বেচাকেনা নিয়ে বিরোধ ও চাঁদার টাকা না পেয়ে এ ঘটনা ঘটেছে।

সম্রাটের স্ত্রী মুসলিমা খাতুন জানিয়েছেন, সম্প্রতি তাঁরা একখণ্ড জমিসহ বাড়ি কিনেছেন। ওই জমির আগের মালিকের কাছে একই এলাকার কুদরত, ইমন, সাকিব ও হৃদয় চাঁদা দাবি করেন। তিনি চাঁদা না দিয়ে সম্রাটকে জমি বুঝিয়ে দিয়ে চলে যান। ওই জমির দখল নিতে গেলে রাত ১০টার দিকে কুদরতসহ অন্যরা হামলা চালায়। এ সময় অস্ত্র ঠেকিয়ে তারা সম্রাটকে ঘরের বাইরে নিয়ে মারধর করে। একপর্যায়ে তাঁর দুই চোখ তুলে নিতে ছুরি দিয়ে আঘাত করে। তাতে তাঁর চোখের পাশে বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

যশোর হাসপাতালের চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, ‘সম্রাটের বাঁ চোখের চারপাশে পাঁচটি ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।’

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সম্রাট রেলগেট এলাকার মাদক ব্যবসায়ী। ছুরিকাঘাতের ঘটনায় যাদের নাম আসছে, তারাও মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। ধারণা করছি, মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।’

আরও খবর পড়ুন:

পিঠে বড়শি গেঁথে শূন্যে ঘুরছিলেন অরবিন্দ, নিচে হাজারো মানুষের ভিড়

ঈদে আতশবাজি ফোটানো নিয়ে ঝগড়া: রাজৈরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

শ্রীপুরে ঘরে ঝুলছিল নারী পোশাককর্মীর লাশ, পাশে ‘প্রেমিক’কে লেখা চিরকুট

বরিশালে ভাইয়ের স্ত্রী ও ভাতিজার হামলায় বৃদ্ধ নিহত

কর্মকর্তাদের সংবর্ধনা শিক্ষকদের চাঁদায়

চিকিৎসক-সংকটে সেবা কার্যক্রম চলছে খুঁড়িয়ে

আবাদি জমি-জলাশয় ভরাট করে আবাসন

ছাত্রীদের শোয়ার ঘরে সিসি ক্যামেরা: সেই মাদ্রাসা বন্ধের নির্দেশ

ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে দুই পক্ষের সংঘর্ষ

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন