Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বাড়তি শুল্ক প্রত্যাহার না হলে আমদানি বন্ধ

­যশোর প্রতিনিধি

বাড়তি শুল্ক প্রত্যাহার না হলে আমদানি বন্ধ
যশোরে গতকাল জেলা ফল ব্যবসায়ী সমিতির মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ফলজাতীয় পণ্যের ওপর আরোপ করা অতিরিক্ত মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আগামী চার দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন যশোরের ব্যবসায়ীরা। দাবি পূরণ না হলে তাঁরা বিদেশ থেকে ফল আমদানি বন্ধ করে দেবেন।

আমদানিকারক, আড়তদার ও পাইকারি বিক্রেতারা গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করে এ দাবি জানান। দেশের অন্যতম বৃহৎ ফলমন্ডি মনিহার স্ট্যান্ডের সামনে এ কর্মসূচির আয়োজন করে যশোর ফল ব্যবসায়ী সমিতি। এতে ৫ শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ডলার-সংকটসহ নানা কারণে আগে থেকেই ফল ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছেন। এর মধ্যে ফলজাতীয় পণ্যে অতিরিক্ত মূসক, শুল্ক বসানোর কারণে ফল ব্যবসায় ধস নামবে। অন্তর্বর্তী সরকার ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪ ফেব্রুয়ারির মধ্যে এই অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না করলে স্থলবন্দর বেনাপোল ও ভোমরা দিয়ে যশোরের কোনো আমদানিকারক ও ব্যবসায়ী ফল আনবেন না। একই সঙ্গে ফল বিক্রি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

ফল ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম সাইফুল ইসলাম লিটন বলেন, ‘এমনি ফলের মূল্যবৃদ্ধিতে অনেকাংশে বেচাকেনা কমেছে। এর মধ্যে ফলজাতীয় পণ্যকে বিলাসী পণ্য আখ্যা দিয়ে ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করেছে। ফলকে বিলাসী পণ্য থেকে প্রত্যাহার এবং অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করতে হবে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে যদি দাবি না মেনে নেয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি হাতে নেব।’

স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় স্ত্রীর মামলা, পুলিশ হেফাজতে নিরাপত্তাকর্মী

খুলনা মহানগর বিএনপির কাউন্সিল: সভাপতি মনা, সম্পাদক তুহিন

প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান ২ দিনের রিমান্ডে

নামডাকওয়ালা ফুটবলার থেকে হানিফের চরমপন্থী নেতা হয়ে ওঠা

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করতে হবে: সাকি

শিক্ষিকার প্রহারে গুরুতর আহত শিশুশিক্ষার্থী

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কম দামে পণ্য পেয়ে খুশি ফিরোজ: ১০ টাকা বাঁচলেও গরিবের লাভ