হোম > সারা দেশ > রাজশাহী

ছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

র‍্যাবের হাতে গ্রেপ্তার লিটন সরদার। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর নাম লিটন সরদার (৪০)। গতকাল রোববার সন্ধ্যায় বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে থানা-পুলিশে সোপর্দ করা হয়।

ট্রাকচালক লিটনের বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামে। ওই দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। তোফাজ্জল বাগমারার ইদ্রিসিয়া কাছেমুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র। দুর্ঘটনায় আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছে।

আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গতকাল বিকেলে তোফাজ্জলসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে মাদ্রাসায় যাচ্ছিল। বাসুবোয়ালিয়া গ্রামে রাজশাহী-মোহনগঞ্জ সড়কে উঠলে বেপরোয়া গতিতে পেছন থেকে আসা একটি কার্গো ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তোফাজ্জল। অন্য দুজন গুরুতর আহত হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে ট্রাকটি আটকে দেন র‍্যাব সদস্যরা। পরে চালককে আটক করা হয়।

র‍্যাব জানিয়েছে, এ ব্যাপারে লিটনের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করেছে নিহত মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার। আটক লিটনকে থানায় হস্তান্তর করা হলে আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চৌদ্দগ্রামে ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

আবর্জনার স্তূপের নিচে মিলল মুখে কাপড় বাঁধা যুবকের মরদেহ

জাবিতে ৪ আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

যশোরে সন্ত্রাসীর গুলিতে যুবক নিহত

স্থায়ী ভবনের দাবিতে জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবস্থান

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

জাবির সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যা: ৭ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার

জুলাই আন্দোলনে হামলা: জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৩ রকম শাস্তি দিল প্রশাসন

ময়মনসিংহে বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

ডেপুটি স্পিকার ‘ধর্মবাবা’ তাই এলজিইডি অফিস তাঁর নিয়ন্ত্রণে