Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, চার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, চার লাশ উদ্ধার
প্রতীকী ছবি

মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় তিন নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া এলাকায় আজ শনিবার সন্ধ্যায় মরদেহগুলো ভেসে আসে। উদ্ধার কার্যক্রম চলাকালে বিজিবির এক সদস্য সাগরে নিখোঁজ হয়েছেন।

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ২৭ থেকে ২৮ বছরের মতো হবে বলে জানিয়েছেন স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ফারিহা ইয়াসমিন।

এর আগে সকালে নৌকাটি নাফ নদীর মোহনা হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগরপথে বাংলাদেশের অনুপ্রবেশকালে নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। নৌকাডুবির খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার কার্যক্রম চলাকালে বিজিবির এক সদস্য সাগরে নিখোঁজ হন।

সাবেক এসএসএফ ডিজি ও স্ত্রীর নামে ১২ প্লট ও জমি

চাঁদরাতের অপেক্ষায় তাঁরা

মেট্রোরেল এ বছর কমলাপুর যাচ্ছে না

মেয়রের দুর্নীতির তদন্ত থমকে আছে চার মাস

সুনামগঞ্জের বৌলাই নদীতে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু

বেতন-বোনাসের দাবিতে শ্রম ভবনের সামনে শ্রমিকদের অবস্থান ৮ এপ্রিল পর্যন্ত স্থগিত

শোলাকিয়া ঈদগাহ প্রস্তুত, থাকবে ৫ স্তরের নিরাপত্তা

বগুড়ায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় বৃদ্ধা নিহত

শেখ হাসিনার মতো আরেকজন নেমেছে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে: আমীর খসরু

দিয়াবাড়িতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জিএম হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার