ভোলার বোরহানউদ্দিনে ৮০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুম নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
পরে জব্দকৃত ৮০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ১০০ কেজি ইলিশ মাছ বোরহানউদ্দিনের পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়।
ভোলা জেলা মৎস্য বিভাগ, বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তর, বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যেগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আহম্মেদ আলী।