ভোলার বোরহানউদ্দিনে মাদক মামলার পলাতক আসামি মো. সুমন মাতাব্বরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে তাঁকে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার রাণীগঞ্জ রাস্তার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন সুমন। তিনি উপজেলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া বলেন, ভোলা জেলা ও দায়রা জজ আদালত সুমনকে ছয় মাসের কারাদণ্ড দেন। সুমন দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল গ্রেপ্তারের পর আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।