পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি এলাকা থেকে হালিমা বেগম (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা-পুলিশ। আজ শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। তিনি ইকড়ি গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের লিবিয়াপ্রবাসী রাজীব খানের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে হালিমা বেগম আজ সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
ভান্ডারিয়া থানার উপপুলিশ পরিদর্শক মো. রাকিব আজকের পত্রিকাকে বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।