Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

আ. লীগ থার্ড ডিভিশন টিম, বিএনপি ফার্স্ট ডিভিশন: আমীর খসরু

রাশেদ নিজাম, বরিশাল থেকে

আ. লীগ থার্ড ডিভিশন টিম, বিএনপি ফার্স্ট ডিভিশন: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে যখন মানুষ দুবেলা খেতে পারছে না বিদ্যুতের অভাবে। গ্যাসের অভাবে দুবেলা রান্না করতে পারছে না। এমন সংকটময় সময়ে দেশ। আ. লীগ বলে খেলা হবে। তারা জনগণের কথা চিন্তা না করে বলে খেলা হবে। কার সাথে খেলব। আ. লীগ থার্ড ডিভিশন টিম, বিএনপি ফার্স্ট ডিভিশন টিম। দুই দলের খেলা হতে পারে?’

আজ শনিবার বরিশালে বিএনপির গণসমাবেশে বক্তৃতায় এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘শেখ হাসিনা কী বলে, মন্ত্রীরা কী বলে, এগুলোর উত্তর দেই না। ওগুলোর উত্তর দিলে আমরা যা করছি তা ব্যাহত হয়ে যাবে। ওরা চায় আরা অন্যদিকে মনোযোগ দেই। বিচার বিভাগ, পুলিশ, র‍্যাব, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করেছে, করছে। খেলতে হলে পদত্যাগ করতে হবে। সংসদ বাতিল করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা ছাড়তে হবে। তারপর দ্বিতীয় ডিভিশনে আসবেন। আগে ক্ষমতা ছেড়ে মাঠে আসুন তখন খেলা হবে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আন্দোলনকে বিপ্লবে পরিণত করেছে বরিশালবাসী। সব বন্ধ করায় আমাদের উপকার হয়েছে। আগামী দিনে বিএনপির আন্দোলন সংগ্রামে কোনো পরিবহনের প্রয়োজন হবে না।’

বিএনপির কেন্দ্রীয় নেতা খসরু বলেন, ‘দেশ চুরির কী হবে। ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও তাঁর দলের লোকজন। দেশকে পঙ্গু করে ফেলেছে। এলসি খুলতে পারছে না। জ্বালানি কিনতে পারছে না। তাঁর নাকি টাকা নাই। কিন্তু ভোট চুরির মেশিন ইভিএম কেনার টাকা আছে। সুইজারল্যান্ডে, দুবাইতে সারা বিশ্বে তাদের টাকা আছে। ঘুষ দিয়েও মানুষ কাজ করতে পারছে না। শিখেছে উন্নয়নের রচনা, আসছে দুর্ভিক্ষ। শেখ হাসিনা আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। নকল করেও পাস করতে পারবেন না। ভোট চুরি করে ক্ষমতায় গেছেন। আর সুযোগ নাই।’

বিএনপি নেতা খসরু মাহমুদ আরও বলেন, ‘বেগম জিয়াকে জেলে পাঠাবেন। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে নাগরিকদের ব্ল্যাকমেল করছেন। আগামী দিনে আপনার জন্য দুঃসংবাদ আছে। বেগম জিয়াকে ব্ল্যাকমেল করে লাভ হবে না। তারেক–জোবায়দাকে মামলা দিয়ে লাভ হবে না। রক্ষা পাওয়ার সুযোগ নাই। সবকিছুর মূলে ভোট চুরি। আগামী দিনে ভোট চোরদের রুখতে হবে। আমরা আগামী দিনে আরও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। জীবন দিয়েও দেশকে মুক্ত করব। খালেদা জিয়াকে মুক্ত করব।’ 

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক

ইজারা জমা দিতে বাধা নেপথ্যে বিএনপির চক্র

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী

উপজেলা মৎস্য অফিসে মদের বোতল, তোলপাড়

আ.লীগ নেতার ঠিকাদারিতে ২১ সেতু, আট মাসেই ভেঙেছে ১০টি

নিয়মের কোনো তোয়াক্কা করছেন না উপাচার্য