পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ বড় বালিয়াতলী গ্রাম থেকে মাটির খুঁড়ে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের মো. ইউনুস মিয়ার বাড়ির পাশের মাটি খুঁড়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা লাশটি উদ্ধার করেন।
নিহত আয়েশা বেগম (৬৫) একই গ্রামের মৃত মোশারফ হোসেনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি বাজারে পচা মাছ ও তরকারি টোকানোর কাজ করতেন। বাজারের লোকজন জানিয়েছেন তিন–চার দিন ধরে আয়েশা বেগমকে বাজারে দেখা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, এলাকাবাসী দুর্গন্ধ ও গর্তের আলামত দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এসে লাশ উদ্ধার করেন।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, গৃহবধূর শরীরে পচন ধরেছে। দু–তিন দিন আগে তাঁকে মেরে মাটিচাপা দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় সন্দেহভাজন একজন আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।