Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

তরুণের চড় খেয়ে তরুণীর কীর্তনখোলায় ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

তরুণের চড় খেয়ে তরুণীর কীর্তনখোলায় ঝাঁপ

তরুণের চড় খেয়ে নৌবন্দরে নোঙরে থাকা লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক তরুণী। বরিশাল নৌবন্দরে গতকাল মঙ্গলবার রাতে বরিশাল–ঢাকা রুটের এমভি মানামী লঞ্চে এ ঘটনা ঘটে।

এ সময় টার্মিনালে অবস্থান করা এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।

ওসি আব্দুল জলিল বলেন, লঞ্চ পন্টুন ত্যাগ করার কিছুক্ষণ আগে ওই তরুণী নদীতে ঝাঁপ দেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ওই তরুণী কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি।

এমভি মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান জানান, তরুণ ও তরুণী লঞ্চের নিচতলার সামনের অংশে দাঁড়িয়ে ঝগড়া করছিলেন। একপর্যায়ে তরুণ ওই তরুণীকে একটা চড় দেন। এরপরই তরুণী নদীতে ঝাঁপ দেন। তবে এক লোক তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন, ‘নদীতে ঝাঁপ দেওয়া তরুণী আমাদের লঞ্চের যাত্রী ছিল না। কী কারণে এই ঘটনা তা আমরা জানি না।’

ঘটনাস্থলে উপস্থিত থাকা মারুফ বলেন, প্রথমে দু’জন উচ্চ স্বরে কথা বলছিলেন। একপর্যায়ে তরুণটি থাপ্পড় দিলে মেয়েটি নদীতে ঝাঁপ দেন।

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে নাজেহাল

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক

ইজারা জমা দিতে বাধা নেপথ্যে বিএনপির চক্র

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী

উপজেলা মৎস্য অফিসে মদের বোতল, তোলপাড়

আ.লীগ নেতার ঠিকাদারিতে ২১ সেতু, আট মাসেই ভেঙেছে ১০টি

নিয়মের কোনো তোয়াক্কা করছেন না উপাচার্য

বরিশালে আধিপত্যের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা